Jalpaiguri: পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2024 | 4:58 PM

Jalpaiguri: শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ঝুমা। দিন পেরিয়ে বিকাল হওয়ার পর মেয়ে বাড়িতে ফিরে না আসায় চিন্তা বাড়তে থাকে। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি ঝুমার।

Jalpaiguri: পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার
পুকুর থেকে দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: পুকুর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার। তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মৃতের নাম ঝুমা রায় (২০)। তিনি ময়নাগুড়ি ব্লকের কালিরহাট দ্বারিকামারি গ্রামের বাসিন্দা। পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ঝুমার কিছু মানসিক সমস্যা ছিল।

শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ঝুমা। দিন পেরিয়ে বিকাল হওয়ার পর মেয়ে বাড়িতে ফিরে না আসায় চিন্তা বাড়তে থাকে। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি ঝুমার। রবিবার সকালে বাড়ির কাছাকাছি এক পুকুরে দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

এরপর খবর দেওয়া হয় বাড়ির লোককে। তারা গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়।

ঝুমার কি জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Next Article