জলপাইগুড়ি: ভালুকের খোঁজে সকালেও তল্লাশি শুরু হয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। কিন্তু এখনও কিছু পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার মুখে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নং সেকশনের চৌকিদার ভালুক দেখতে পান।
তিনি বিষয়টি চা বাগান কর্তৃপক্ষকে জানান। এরপর খবর যায় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বনকর্মী ও পুলিশ। ভালুক কিনা তার খোঁজে তল্লাশি চলছে চা বাগানের ২০ নং সেকশন-সহ বাগানের বিভিন্ন এলাকায়। কথা বলা হয় এলাকাবাসী ও চৌকিদারদের সঙ্গেও। এখনও পর্যন্ত ভালুকের দেখা পাওয়া যায়নি। তল্লাশি চলছে।
এর আগে গত বৃহস্পতিবার মালবাজারের গুডহোপ চা বাগানেও ভালুকের আতঙ্ক ছড়ায়। মাল স্কোয়াড এলাকা পাহারা দেয়। কুনকি হাতির সাহায্যে ভালুকটি খোঁজা হয়। বাগানের শ্রমিকরাই প্রথমে ভালুকটিকে দেখতে পান। পরে তাঁরা খবর দেন বন দফতরে।
নভেম্বরের শেষের দিকেই ডুয়ার্সের লোকালয়ে ভালুক ঢুকে পড়ে। ভগৎপুর চা বাগানে ভালুক ভয়ে হুলুস্থুল শুরু হয়।
গত শনিবারই ভালুকের হামলায় মৃত্যু হয় এক কিশোরের। তার পর সেই ভালুককেও পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। শনিবার ফের চা-বাগান এলাকায় ভালুক দেখে তীব্র আতঙ্ক ছড়ায়। জানা যায়, চা-বাগানে কাজ করতে গিয়ে ভালুক দেখেন কয়েকজন। তাঁদের তেড়ে আসে ভালুকটি।
এর পর ভালুক ধরতে প্রথমে আসরে নামেন জলপাইগুড়ি ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ ও বনকর্মীদের। তার পর দিনভর চেষ্টা চালানোর পর অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় ভালুকটি। শনিবার মেটেলি চা বাগানের পর জগতপুর চা বাগানে ফের ভালুকের দেখা পাওয়া যায়। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ে বনকর্মীদের। কারণ কয়েক দিন আগের মেটলির ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছিল কর্মীদের মধ্যে। এবার যাতে ভালুক কাউকে আক্রমণ না করে, আবার কোনও ভাবে তাকে যাতে পিটিয়ে হত্যা করতে না পারে গ্রামবাসীরা, তার জন্য আগে থেকে প্রস্তুত ছিল বনকর্মীরা। এক্ষেত্রেও সেটি করা হয়েছে।
আরও পড়ুন: weather Update: রাজ্যে পারদ পতন অব্যাহত, বৃষ্টির কি কোনও পূর্বাভাস রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?
আরও পড়ুন: Potato Farming: আলুর বীজ পচেছে মাঠেই! এগিয়ে আসুক সরকার, দাবি আরামবাগের আলু চাষীদের