জলপাইগুড়ি: অবশেষে খোঁজ মিলল অপহৃত বিজেপি নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য গোপাল সরকারের। কিন্তু একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। তাঁর হাতে শাসকদলের পতাকা তুলে দিচ্ছেন জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ। এ দিকে, তৃণমূলে যোগদানের পরই তিনি জানালেন, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি দলবদল করেছেন। যদিও, ভাইরাল হওয়া ভিডিয়ো যাচাই করেনি টিভি৯ বাংলা।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধব ডাঙা ২ নং গ্রামপঞ্চায়েতে বিজেপি-র নির্বাচিত প্রতিনিধিকে অপরহরণের অভিযোগ উঠেছিল নিতাই রায় নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার রাত্রিবেলা ময়নাগুড়ি বিধানসভার বিজেপির কো কনভেনর নিতাই রায় এক প্রতিনিধি গোপাল সরকারকে আরও বেশি নিরপত্তা দেওয়ার অছিলায় তাঁকে বাইকে অন্য জায়গায় নিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পরে জানা যায় সেই প্রার্থীকে অপহরণ করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল অশান্তি শুরু হয় বিজেপির কর্মীদের মধ্যে।
এ দিকে, এই সকল অশান্তির মধ্যে আবার তৃণমূলে বোর্ড গঠন করেছে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিতাই রায়। তিনি জানিয়েছেন, একজন বিজেপির কর্মী হয়ে এই ধরনের কাজ কেন করবেন তিনি। প্রয়োজন থাকলে তিনি তৃণমূল কংগ্রেসই করতেন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল। বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি অজিত কুমার রায় স্বীকার করে নিয়ে বলেন, “আমাদের এখানে দু’টি গোষ্ঠী আছে। আমার বিরুদ্ধ গোষ্ঠীর লোকরাই আমাকে মেরেছে। আমি এই সমস্ত কিছু জানি না। আমার বিরোধী গোষ্ঠী চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।”