Jalpaiguri Burma Teak: তিন বারের তল্লাশিতে উদ্ধার ৭৫ লক্ষ টাকার বার্মা টিক, বড় সাফল্য বনদফতরের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2022 | 4:29 PM

Jalpaiguri Burma Teak: ট্রাক নম্বরটিও বন আধিকারিকদের কাছে আগে থেকে জানানো ছিল। সেই মোতাবেক আগে থেকেই ওঁত পেতে ছিলেন আধিকারিকরা।

Jalpaiguri Burma Teak: তিন বারের তল্লাশিতে উদ্ধার ৭৫ লক্ষ টাকার বার্মা টিক, বড় সাফল্য বনদফতরের
জলপাইগুড়িতে লক্ষাধিক টাকার বার্মাটিক উদ্ধার

Follow Us

জলপাইগুড়ি: বেআইনি কাঠ পাচারকারিদের বিরুদ্ধে লাগাতার অভিযানে নেমেছে বনদফতর। আবারও বড় সাফল্য পেল বেলাকোবা রেঞ্জ। অভিযানে উদ্ধার প্রায় তিরিশ লক্ষ টাকার বার্মা টিক। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারিকে। বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে খবর আসে কাঠ পাচার হবে। গোপন সূত্রে খবর পাওয়া যায়, ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণ কাঠ পাচার হবে। রবিবার সকালে অভিযান চালানো হয় রাজগঞ্জ ব্লকের করতোয়া এলাকা সংলগ্ন জাতীয় সড়কে।

ট্রাক নম্বরটিও বন আধিকারিকদের কাছে আগে থেকে জানানো ছিল। সেই মোতাবেক আগে থেকেই ওঁত পেতে ছিলেন আধিকারিকরা। নির্দিষ্ট নম্বরের ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই দাঁড় করান আধিকারিকরা। প্রথমে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। চালকের কথায় অসঙ্গতি থাকায়, তল্লাশি চালানো হয়।

ট্রাকে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ বার্মা টিক। আধিকারিকরা জানাচ্ছেন, উদ্ধার হওয়া বার্মা টিকের বাজারে আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা হবে। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে। বাড়ি হরিয়ানায়। সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

এই নিয়ে গত ৩ সপ্তাহে বেলাকোবা রেঞ্জ ৩ বার অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকার বেআইনি বার্মা টিক উদ্ধার করেছে। জানা গেছে এই বিপুল পরিমাণ কাঠ অসাম থেকে জলপাইগুড়ি জেলায় আনা হচ্ছিল। অসম থেকে জলপাইগুড়ি পর্যন্ত জাতীয় সড়কে বনদফতরের বেশ কয়েকটি চেক পোষ্ট রয়েছে। চেকপোস্ট পেরিয়েই কীভাবে পাচার হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Next Article