Jalpaiguri Chaos: হিমঘরের মালিক-ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2022 | 4:32 PM

Jalpaiguri Chaos: গয়েরকাটার বাসিন্দা তথা ধূপগুড়ি হরিমন্দির হিমঘরের কর্মী অমিত কুমার ঠাকুরকে শিলিগুড়ি কমিশনারেটের খালপাড়া ফাঁড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Jalpaiguri Chaos: হিমঘরের মালিক-ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
বিক্ষোভে বাসিন্দারা

Follow Us

জলপাইগুড়ি: হিমঘরের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভ ধূপগুড়িতে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন হরি মন্দির হিমঘরের এক শ্রমিককে নির্মমভাবে মারধর করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্ত মালিক, ম্যানেজার এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গয়েরকাটা নাগরিক মঞ্চের তরফ থেকে এই অবস্থান-বিক্ষোভ করা হয়। ধূপগুড়ি ব্লকের হরিমন্দির হিমঘরের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। মহিলা পুরুষ সকলে আহত শ্রমিকের ছবি প্ল্যাকার্ড নিয়ে সকাল থেকে টানা ধরনায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার বিশাল বাহিনী।

গয়েরকাটার বাসিন্দা তথা ধূপগুড়ি হরিমন্দির হিমঘরের কর্মী অমিত কুমার ঠাকুরকে শিলিগুড়ি কমিশনারেটের খালপাড়া ফাঁড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হিমঘরের মালিক ১০ লক্ষ টাকা চুরির দায়ে তাঁকে ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ক্লোজ করা হয় খালপাড়া ফাঁড়ির ওসি পাপ্পু সিংকে।

তবে এবার এই ঘটনার মূল চক্রী হিসেবে দায়ী করা হয়েছে হিমঘরের মালিক এবং ম্যানেজারকে। তাই এবার হিমঘরের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভে সামিল হন গয়েরকাটার বাসিন্দারা। এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় উত্তরকন্যার সামনেও অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন গয়েরকাটা নাগরিক মঞ্চের সদস্যরা।

এদিকে সকাল থেকে হিম ঘরের সামনে চলা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চান ধূপগুড়ি থানার আইসি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন,ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। আপাতত বিক্ষোভ তুলে নেয় নাগরিক মঞ্চের সদস্যরা।

Next Article