জলপাইগুড়ি: মঙ্গলবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। ঘরের ভিতর থেকেই উদ্ধার হল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম বেচারাম দাস (৭১) ও দম্পতির নাম রাধারানি দাস (৬৩)। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেচারাম দাস পেশায় কৃষক। খবর পেয়ে তদন্তে এসেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
আজ সকালে ওই বন্ধ ঘরের ভিতর থেকে ওই দম্পতির দেহ উদ্ধার হয়। সাত সকালে এহেন ঘটনায় রীতি আতঙ্ক প্রতিবেশীদের মধ্যে। সকলের মুখে মুখে একই কথা ঘুরে বেড়াচ্ছে। তবে এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দ রয়েছে পুলিশের মধ্যে। এলাকার পঞ্চায়েত সদস্য জগদীশ বর্মণ বলেন, “শুনলাম দুজন মারা গিয়েছে। শুনেই চলে এসেছি। এখন বুঝতে পারছি না ওনারাই আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছে। এখন চাই আইনি তদন্ত হোক। কেউ খুন করলে শাস্তি পাক।”