Jalpaiguri Fraud Case: মক্কেলকে আর্থিক উপদেশ দিতে গিয়েই বেরিয়ে পড়ল আইনজীবীর আসল চেহারা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2022 | 9:09 AM

Jalpaiguri Fraud Case: শিলিগুড়ির এক ব্যবসায়ীর থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ।

Jalpaiguri Fraud Case:  মক্কেলকে আর্থিক উপদেশ দিতে গিয়েই বেরিয়ে পড়ল আইনজীবীর আসল চেহারা
প্রতারণার অভিযোগে গ্রেফতার আইনজীবী

Follow Us

জলপাইগুড়ি: এবার আইনজীবী সেজে প্রতারণা। ভুয়ো কাগজ বানিয়ে নিজেকে আইনজীবী ও সরকার অনুমোদিত ফিনান্সিয়াল অ্যাডভাইজার পরিচয় দিয়ে শিলিগুড়ির এক ব্যবসায়ীর থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযুক্তের নাম বৈনব ঘোষ। তাঁর বাড়ি জলপাইগুড়ি শহরের গোমস্ত পাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, অভিযুক্ত বৈনব ঘোষ শিলিগুড়ির বাসিন্দা পুস্কর দাশগুপ্ত নামে এক ব্যবসায়ী সঙ্গে আইনজীবী সেজে তাঁর কাছে পরিচয় দেন। এরপর তিনি নিজেকে সরকার অনুমোদিত ফিনান্সিয়াল অ্যাডভাইজার পরিচয় দিয়ে ভুয়ো কাগজ দেখিয়ে তার থেকে বেশ কয়েক দফায় প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন।

বেশ কিছু দিন পর তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর তিনি বুধবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুস্কর দাশগুপ্ত বলেন, “বৈনব ঘোষ নামে ওই প্রতারকের খপ্পরে পড়ে আমি
১০ লক্ষ টাকা খুইয়ে ফেলেছি। ওঁ আমাকে সরকারি বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করানোর অছিলায় কয়েক দফায় ১০ লক্ষ টাকা নেয়। এরপর আমি জানতে পারি ওঁ আইনজীবী নয়। এইকথা জিজ্ঞেস করার পর থেকে আমার ফোন ধরা বন্ধ করে দিলে আমার আরও সন্দেহ হয়। এরপর আমি জানতে পারি শুধু আমিই নই সে আরও অনেকের থেকেই বিভিন্নভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেছে বলে শুনেছি। চাকরি দেওয়ার নাম করেও টাকা নিয়েছে।”

এরপরই তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে।” বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

Next Article