জলপাইগুড়ি: পুজোর মুখে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়ি দিনবাজারে। শুক্রবার বিকালে হকার উচ্ছেদে নামে কোতোয়ালি থানার পুলিশ। আর তখন উচ্ছেদে বাধা দেন হকারেরা। হকারদের বক্তব্য, তাঁদের কোনও কথা না শুনে, পরিস্থিতি বিবেচনা না করে পুলিশ উচ্ছেদ অভিযান চালাতে থাকে। প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় বসে যান হকারেরা।
পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় পুলিশ। তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন হকারেরা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ির লাইট ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজনকে আটক করে পুলিশ।
এক হকারের বক্তব্য, “পুজোর মুখে কয়েকটা কেনাবেচা হয়। সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। এই পরিস্থিতি পুজোর মুখেই কেন হকার উচ্ছেদ? পুলিশ আমাদের কোনও কথাই শুনতে চায়নি।” পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।