RG Kar: ‘অন্ধকারের অলঙ্কার’! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গয়না বানালেন সৃষ্টি
RG Kar News: বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই তিলোত্তমা কাণ্ডে সেই যোনী আবার রক্তাক্ত হয়েছে।
জলপাইগুড়ি: তাঁর গয়না ব্যবহার করেছেন বিবি রাসেল। আবার কখনও মমতা শঙ্করের মতো নৃত্য শিল্পী। সেই সৃষ্টি বসু এবার তিলোত্তমার ঘটনার প্রতিবাদে মুখর হলেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করলেন গয়নার মাধ্যেমে। ‘অন্ধকারের অলঙ্কার’ নামে একগুচ্ছ ‘প্রতিবাদী’ গয়না বানালেন তিনি।
বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই তিলোত্তমা কাণ্ডে সেই যোনী আবার রক্তাক্ত হয়েছে। সেই বিষয়টিকেই ‘প্রতিবাদী গয়না’ হিসেবে আনা হয়েছে। একইসঙ্গে মেয়েদের রাতদখলের আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে তাঁকে প্যাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। সুন্দর ভাবে গলার হারে জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁথা স্টিচের মাধ্যমে টি শার্টের উপর তিলোত্তমার ঘটনার বিচার চেয়ে ডিজাইন করা হয়েছে। জানা যাচ্ছে, এই সকল গয়না তিনি কোনও লাভ রাখছেন না।
ইতিমধ্যে সৃষ্টি বসুর তৈরী গয়না সেলিব্রিটি মহলে জনপ্রিয় হয়েছে। তার গয়না ব্যবহার করতে দেখা গিয়েছে বিবি রাসেল,মমতা শঙ্কর,ব্রততী বন্দোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের। সৃষ্টির বাবা শৈবাল বসু পেশায় শিক্ষক। সমাজ গড়ার কারিগর তিনি। অন্যদিকে তিনি আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী। সৃষ্টি তার বাবার টি-শার্টেও চটের উপরে সেলাই করে ‘বিচার চাই’। ওই টি শার্ট গায়ে দিয়েই আন্দোলনে নেমেছেন শিক্ষক বাবা।
সৃষ্টি বসু বলেন, “আরজি কর কাণ্ড আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার গয়না যেমন অনুষ্ঠানের, তেমনই আন্দোলনেরও।” তিনি এও বলেন,”এর আগে তামা,পেতল,দস্তা দিয়ে আদিবাসীদের গয়না,তিব্বতী বৌদ্ধদের গয়না, লোক সংস্কৃতির গয়নার ওপরে কাজ করেছি। এবার সময়ের দাবি মেনে প্রতিবাদের গয়না তৈরি করলাম।”