জলপাইগুড়ি: একটা বড় বাড়ি। সাদা রঙের। ভিতর থেকে দরজা বন্ধ। কিন্তু বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলেন। তাতেই দরজায় টোকা! ব্যস, দরজা খুলতেই ভিতরে তিন মহিলা! তাগড়াই চেহারা। ঘরের দরজা খুলতেই চোখ কপালে দুঁদে কর্তাদের। জলপাইগুড়িতে দেহ ব্যবসা ও মানব পাচারের অভিযোগে ৩ মহিলাকে গ্রেফতার করল মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি বাড়িতে এক মহিলা অল্প বয়সী এক মহিলাকে আশ্রয় দিয়েছিলেন। অভিযোগ, সেই মহিলাকে দিয়েই মেসেজ পাঠানো হয় অন্যান্য পুরুষদের ফোনে। প্রথমে তা জোরপূর্বক করা হয়। পরে ধীরে ধীরে ওই মহিলা সেই ব্যবসায় স্বেচ্ছায় নামেন। অভিযোগ, পর্যটন এলাকায় বিভিন্ন পুরুষকে টার্গেট করে মেসেজ পাঠানো হত। আর তাঁদের ফাঁদে ফেলে অন্তঃরঙ্গ হয়ে ব্ল্যাকমেইল করা হত। ধীরে ধীরে বাড়ছিল কাস্টোমার। ওই বাড়িতে একটি ফ্লায়িং সেক্স র্যাকেট চালানো হত বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে মাল শহরের বালাজি মন্দির সংলগ্ন এলাকায় ওই বাড়িতে হানা দেয় সাদা পোশাকের পুলিশ। সেখান থেকে অভিযুক্ত তিন মহিলাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় ২ যুবতী। অভিযোগ, তাঁদেরকে বলপূর্বক দেহ ব্যবসায় আনা হয়েছিল। কেউ রাজি না হলে, সেই সঙ্গে শারীরিক নির্যাতন করত অভিযুক্তরা। মঙ্গলবার পুলিশ অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।