ওভারলোড ডাম্পারের ধাক্কায় গত ১ মাসে মৃত্যু ২৯ জনের! এবার ধূপগুড়িতে দুর্ঘটনা রুখতে পথে নামল পুলিশ

Apr 25, 2021 | 8:19 AM

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় নির্বাচন শেষ হতেই অভিযানে নামল বানারহাট থানার পুলিশ। আটক করা হল ১৪ টি ওভারলোডিং ডাম্পার।

ওভারলোড ডাম্পারের ধাক্কায় গত ১ মাসে মৃত্যু ২৯ জনের! এবার ধূপগুড়িতে দুর্ঘটনা রুখতে পথে নামল পুলিশ
নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: যখন নির্বাচনের কাজে ব্যস্ত সমস্ত আধিকারিকরা, আর সেই সুযোগেই অবাধে চলছে বালি পাথর পাচার। রাস্তা দিয়ে ছুটছে বেপরোয়া মৃত্যুদূত! বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় ইতিমধ্যেই বহু দুর্ঘটনা ঘটেছে এলাকায়। এবার কড়া প্রশাসন। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় নির্বাচন শেষ হতেই অভিযানে নামল বানারহাট থানার পুলিশ। আটক করা হল ১৪ টি ওভারলোডিং ডাম্পার।

কিছুদিন আগেই বীরপাড়ায় পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় ৩ জনের মৃত্যু এবং ৬ জন আহত হন। প্রতিবাদে গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা।

ধূপগুড়িতে পাথরবোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন, আহত হয়েছিলেন প্রায় ৯ জন। তার পরেও বন্ধ হয়নি বেআইনিভাবে বালি পাথর পাচার। বেপরোয়া ওভারলোডিং ডাম্পারের ধাক্কাতে গত তিন মাসে প্রায় ২৯ জন প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর ।

ওভারলোডিংয়ের বিরুদ্ধে অভিযান বানারহাট থানার পুলিশ। অভিযানে আটক ১৪টি ওভারলোড লরি ও ডাম্পার। পুলিশের অভিযানে খবর পেয়ে ইন্দো ভুটান সড়কে অনেকেই ওভার লোড ডাম্পার রাস্তায় রেখেই পালিয়ে গেন ।পুলিশের তরফ থেকে প্রত্যেক গাড়ির মালিকের খোজ চালানো হচ্ছে।ডুয়ার্স জুড়ে ওভার লোড ডাম্পারের দৌরাত্ম্য বেড়েই চলেছে।মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুন: উত্তপ্ত মানিকতলা! থানা চত্বরেই দুই বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

বানারহাট পুলিশের এই অভিযানে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। আগামী দিনেও এই রকম অভিযান চলবে বলে জানা যাচ্ছে।

Next Article