জলপাইগুড়ি: নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে সরকারি অনুমোদিত স্কুল শিক্ষকদের একাংশ । জলপাইগুড়ির এমন ২৪ জন শিক্ষকদের নামের তালিকা জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে স্মারকলিপি দিল সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জেলা বিদ্যালয় পরিদর্শকের সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের জেলা সভাপতি কঙ্কন বিশ্বাস বলেন, “আমরা স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধ করার উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে জেলাশাসকের কাছে। আমরা এর আগেও আবেদন জানিয়েছিলাম কিন্তু কাজ তেমন হয়নি। এখনও বহু বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, যারা আইনকে তোয়াক্কা না করে গৃহ শিক্ষকতা করে যাচ্ছেন। এর প্রতিবাদেই আমাদের এই স্মারকলিপি।”
সরকারি স্কুলের শিক্ষকরা আর গৃহশিক্ষকতা করতে পারবেন না, নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু তারপরও গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা গৃহশিক্ষকতা করছেন। শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি কিংবা সরকার অধীনস্থ স্কুলের শিক্ষকরা প্রাইভেট কোচিং করতে পারবেন না। শুধু তাই নয়, বিনা পারিশ্রমিকেও স্কুলের শিক্ষকরা প্রাইভেটে কোথাও ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন না।
জেলা স্তরের স্কুল ইন্সপেক্টদের তরফেও এই নির্দেশিকা জারি করা হয়। কিন্তু সরকারি নির্দেশিকা থাকলেও স্কুলগুলির শিক্ষকরা তা গ্রাহ্য করছেন না বলে অভিযোগ।