Jalpaiguri: লম্বা শক্ত ওটা কী? রেললাইনের কাছে যেতেই শিউরে উঠলেন সকলে

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 17, 2024 | 7:02 PM

Jalpaiguri: রবিবার রাজগঞ্জের গোকুল ভিটা গ্রামের ঘটনা। সেখান থেকেই উদ্ধার হয়েছে ঠোঁট কাটা অজগর সাপটি। জানা গিয়েছে, দিন দু'য়েক আগে গোকুল ভিটা গ্রামে রেল লাইন দিয়ে যাচ্ছিল একটি মস্ত বড়ো বার্মিজ পাইথন। কিন্তু ওইসময় ট্রেন যাচ্ছিল।

Jalpaiguri: লম্বা শক্ত ওটা কী? রেললাইনের কাছে যেতেই শিউরে উঠলেন সকলে
ঠোঁট কাটা অজগর সাপ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রাজগঞ্জ: রেল লাইন থেকে যাচ্ছিল একটি বড় আকারের পাইথন। কার্যত তাকে দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের। তবে রেল লাইন পেরনোর সময় ট্রেনের চাকায় ঘষা লেগে কেটে যায় তার ঠোট। অবশেষে উদ্ধার সেই পাইথন।

সাপ উদ্ধার

রবিবার রাজগঞ্জের গোকুল ভিটা গ্রামের ঘটনা। সেখান থেকেই উদ্ধার হয়েছে ঠোঁট কাটা অজগর সাপটি। জানা গিয়েছে, দিন দু’য়েক আগে গোকুল ভিটা গ্রামে রেল লাইন দিয়ে যাচ্ছিল একটি মস্ত বড়ো বার্মিজ পাইথন। কিন্তু ওইসময় ট্রেন যাচ্ছিল। ট্রেনের চাকার ঘষায় তার ঠোঁট কেটে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দিয়েছিল স্থানীয় রেঞ্জ অফিসে। সঙ্গে-সঙ্গে ছুটে এসেছিলেন বনকর্মীরাও। কিন্তু ততক্ষণে যন্ত্রনায় ছটফট করতে করতে জঙ্গলে চলে যায়।

অনেক তল্লাশি করেও পাওয়া যায়নি তাকে। ওই পাইথনটি রবিবার ফের একই যায়গায় আসে। সঙ্গে-সঙ্গে আম বাড়ি রেঞ্জ অফিসে খবর দিলে বনকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, মুখে ক্ষত থাকায় তার চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Next Article