গিজারের ফাঁক থেকে উঁকি দিচ্ছিল, সুইচ দিতেই বেরিয়ে আসে সে! শিশুর শরীর দিয়ে বইল হিমস্রোত!

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Mar 19, 2021 | 5:33 PM

সাতসকালে রোমহর্ষক ঘটনা জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ির (Dhupguri) ৭ নম্বর ওয়ার্ডে।

গিজারের ফাঁক থেকে উঁকি দিচ্ছিল, সুইচ দিতেই বেরিয়ে আসে সে! শিশুর শরীর দিয়ে বইল হিমস্রোত!
গিজারের পিছনে পাঁচ ফুটের গোখরো

Follow Us

জলপাইগুড়ি: স্নান করতে বাথরুমে যাচ্ছিল বছর সাতেকের শিশু। গিজারের সুইচটা সবেমাত্র দিয়েছিল। আচমকাই একটা শব্দ। চোখ পড়তেই শিউরে ওঠে। সঙ্গে চরম আর্তনাদ। মা ছুটে আসতেই দেখে ফণা তুলে বসে রয়েছে পাঁচ ফুটের গোখরো সাপ। সাতসকালে রোমহর্ষক ঘটনা জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ির (Dhupguri) ৭ নম্বর ওয়ার্ডে।

ধূপগুড়ির মল্লিক পরিবারে সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড। বাড়ির ছোট্ট শিশু গিজারের সুইচ দিতে গিয়ে দেখতে পায় সাপটিকে। মা শেফালি মল্লিক ছেলের চিৎকার শুনতে পেয়ে ছুটে যান। বিশাল আকারের গোখরো ততক্ষণে ফাণা তুলে বসে রয়েছে। ঘর থেকে বেড়িয়ে যান দু’জনেই। সাপটি রান্নাঘরের কাছে কুয়োর পাশে গিয়ে একটি বালতির ভেতরে আশ্রয় নিয়েছে তখন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এরপর ভাইস চেয়ারম্যান ধূপগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনকে খবর দেন। তাঁদের সদস্যরা বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডকে। বনকর্মীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া সেই গোখরো

আরও পড়ুন: ‘অনেক মহিলার সঙ্গে সহবাস করেছেন আমার স্বামী’, ফেসবুকে ভেঙে পড়লেন বিজেপি প্রার্থীর স্ত্রী

বাড়ির মালিক শেফালি মল্লিক বলেন, “আগে কখনও ঘরের ভিতরে এ ভাবে সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটেনি। তবে বছর দুয়েক আগে বাড়ির আশপাশ দিয়ে সাপ ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এখনও ভয় যেন কাটছে না।”

Next Article