জলপাইগুড়ি: নালায় পড়ে মৃত্যু হয়েছে হস্তি শাবকের, ক্ষুব্ধ মা হাতি। ভাঙচুর চালাল বন দফতরের গাড়িতে। বরাত জোরে প্রাণে বাঁচলেন বন কর্মীরা। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের কারবালা চা বাগানে ১৪ নম্বর সেকশনে ১৫ নম্বর ব্লক এলাকায়।
শনিবার সকালে বাগানের শ্রমিকরা দেখতে পান, একটি হাতি বাগানের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে, চোখ দিয়ে অঝোরে পড়ছে জল। বাগান শ্রমিকদের এই দৃশ্য দেখে বুঝতে দেরি হয়নি! কারণ সেই হাতিটি বারবার ছুটে যাচ্ছিল নালার কাছে!
শ্রমিকদের কয়েকজন সাহস করে এগিয়ে যান মা হাতির থেকে কিছুটা দূরে থাকা চা বাগানের নালার কাছে। তারা দেখতে পান নালার মধ্যে একটি হস্তিশাবক মাটি চাপা পড়ে রয়েছে অর্ধেকটা। সেই কারণেই মা হাতি পাগলের মত চিৎকার করছে এবং ছটফট করে বেড়াচ্ছে।
তড়িঘড়ি শ্রমিকরা খবর দেন বনদফতরের কর্মীদের। এদিকে বনদফতরের কর্মীরা আসার আগেই মৃত্যু হয় হস্তিশাবকটির । ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। তখনই হাতিটি বনদফতরের গাড়ির ওপর হামলা চালায়। বরাত জোরে গাড়ি থেকে ঝাঁপিয়ে প্রাণে বাঁচেন বনকর্মীরা। মৃত শাবককে পাহার দিচ্ছে মা! আর ঘটনাস্থল ঘিরে রেখেছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীরা। মৃত শাবকটিকে উদ্ধারের চেষ্টা চলছে।