জলপাইগুড়ি: ট্রাকওভার লোডিং নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসন। সমস্যা খতিয়ে দেখতে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন খোদ জেলাশাসক। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এবং ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত ওভার লোডিং কড়া হাতে দমন করতে ময়নাগুড়ির বিভিন্ন নাকা চেকিং পোষ্ট গুলি পরিদর্শন করেন।
পুলিশ সুপার জানিয়েছেন, ওভার লোডিং বিভিন্ন পণ্যবাহী ট্রাক কড়া হাতে দমন করা হবে। বিভিন্ন এলাকাতে নজরদারি বাড়ানো হচ্ছে। একাধিক জায়গায় সিসি ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওভার লোডিংয়ের করিডর হিসেবে এই রাস্তা গুলিকে ব্যাবহার হতে দেওয়া হবে না। সেজন্য বিভিন্ন ব্যাবস্থা নেওয়া হয়েছে। নজরদারিও বাড়ানো হচ্ছে। গত কয়েকদিনে লক্ষাধিক টাকা জরিমানাও আদায় করা হয়েছে বলে জানান তিনি।
সুত্রের খবরে জানা গিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই সফরে বেশ কয়েকদিন তিনি উত্তরবঙ্গে থাকবেন। কথা বলবেন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক ভাবেই ওভারলোডিংয়ের প্রসঙ্গও মুখ্যমন্ত্রীর বৈঠকে ওঠার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ইষ্ট ওয়েষ্ট করিডর এবং এশিয়ান হাইওয়ে দিয়ে বহিরাগত কিছু ট্রাক ওভারলোড করে বোল্ডার সহ বিভিন্ন সামগ্রী বহন করতো বলে অভিযোগ। প্রতিবাদে ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় এই জেলার ট্রাক মালিকদেরই একটি বড় অংশ ধর্নায় বসে ওভারলোডিং বন্ধের দাবি জানায়।
অন্যদিকে, রাজ্য সরকারের সর্বচ্চ মহল থেকেও ওভারলোডিং কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ আসে। এরপর গত কয়েক দিনে শুধুমাত্র ময়নাগুড়ি এলাকা থেকেই বেশ কিছু ওভার লোডিং ট্রাক আটক করে জরিমানা করা হয়। ময়নাগুড়ি থানা এলাকায় গত ১৫ দিনে বিভিন্ন ওভারলোডিং ট্রাক থেকে এক লক্ষ টাকার বেশি জরিমানা করা হয়। ওভারলোড নিয়ে আসা ট্রাক গুলিকে আরও কড়া হাতে দমন করা হবে বলেও জানা গিয়েছে।
এদিন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু এবং পুলিশ সুপার দেবর্ষি দত্ত ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় নাকা চেক পোষ্ট পরিদর্শন করেন। ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি ময়নাগুড়ির বিভিন্ন নাকা চেক পোষ্ট গুলিতে নাইট ভিসন সিসি ক্যামেরা লাগানো হবে। ময়নাগুড়ির পাশাপাশি চামুর্চি এলাকাতেও একই ভাবে নাইট ভিসন ক্যামেরা লাগানো হবে।
ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানিয়েছেন, চেক পোষ্ট গুলিতে সিসি ক্যামেরা লাগানোর প্রস্ততি শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শেষ করা হবে। উত্তরের বিভিন্ন জেলায় ওভারলোডিংয়ের অভিযোগ নতুন কিছু নয়। মাঝমধ্যে এর প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। কারণ অনেক ক্ষেত্রেই ওভারলোডিং করে দ্রুত গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও বেড়ে চলেছে নিত্যদিন। তাই এই সব বিষয়কে মাথায় রেখে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। আরও পড়ুন: লাইনে পদপিষ্টের জের! বানারহাটের সেই ক্যাম্পে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভ্যাকসিন দেওয়া