জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন যুব তৃণমূল জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। দম্পতি আত্মহত্যা প্ররোচনা মামলায় অন্যতম সৈকত চট্টোপাধ্যায় গত ১৬জুন থেকে ফেরার ছিলেন। সুপ্রিম কোর্ট জামিনের আবেদন নাকচ করে ২৬ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। শীর্ষ আদালতের নির্দেশে আজ জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন সৈকত।
১ এপ্রিল জলপাইগুড়ির দুই সমাজ কর্মী সুবোধ ভট্টাচার্য এবং অপর্ণা ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘর থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁরা আত্মঘাতী হয়েছিলেন। তাঁরা সম্পর্কে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই ও ভাই বউ। তদন্তে নেমে পুলিশ তাঁদের বাড়ি থেকে একটি ৪ পাতার সুইসাইড নোট উদ্ধার করে। যেই সুইসাইড নোটে দম্পতি উল্লেখ করে গিয়েছিলেন, তাঁদেরকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাপ দিয়ে, তাঁর বাড়ির দলিল এবং ব্ল্যাঙ্ক চেক লিখিয়ে নেয় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়-সহ মোট চারজন। টাকার জন্য চাপ দিয়ে মানসিক অত্যাচার চালাচ্ছিলেন।
উদ্ধার হওয়া সেই সুইসাইড নোট দেখিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শিখা। একইসঙ্গে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হন বিজেপি বিধায়ক। মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই জলপাইগুড়ির রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। ঘটনার পরদিন থেকে ধারাবাহিক আন্দোলনে নামে বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। অভিযোগ পেয়ে আত্মহত্যায় প্ররোচনা সংক্রান্ত আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।