Jalpaiguri: রাম-নবমীর দিন ঢুকেছিল, মতলব ছিল…, স্থানীয় বাসিন্দারাই ‘বুঝিয়ে’ দিলেন দুজনকে

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2025 | 12:48 PM

jalpaiguri: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃত দুই যুবকের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ভারতীয়। রবিবার সকালে রাজগঞ্জের কুকুরযান গ্রামপঞ্চায়েতের ভাঙামালী এলাকায় দুই যুবককে বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখা যায়।

Jalpaiguri: রাম-নবমীর দিন ঢুকেছিল, মতলব ছিল..., স্থানীয় বাসিন্দারাই বুঝিয়ে দিলেন দুজনকে
জলপাইগুড়িতে কী ঘটেছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: গ্রামের গাছে বেঁধে রাখা রয়েছে দুই যুবক। তাঁদের রীতিমতো পেটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেন? এলাকার বাসিন্দাদের দাবি, এই দুই যুবক পাচারকারী। রাম-নবমীর দিন ঢুকেছিলেন গ্রামে। তারপরই হাতেনাতে ধরেন এলাকাবাসী। পরে যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃত দুই যুবকের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ভারতীয়। রবিবার সকালে রাজগঞ্জের কুকুরযান গ্রামপঞ্চায়েতের ভাঙামালী এলাকায় দুই যুবককে বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে দেখা যায়। সেই সময় পিছু নেয় স্থানীয় গ্রামবাসীরা। এরপর পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে কথায় বিস্তর অসঙ্গতি পায়।  তাদের পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে রাখে। উত্তমমধ্যম দেয়।

এরপর খবর পেয়ে আসে রাজগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “দুজনকে উদ্ধার করেছে পুলিশ। কেউ বাংলাদেশি কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।” গ্রামবাসী সুকুমার রায় বলেন, “দুজন চোর ধরা পড়েছে। একজন বাংলাদেশের। একজন ভারতের। আমরা ধরে রেখেছিলাম। তারপর পুলিশ আর বিএসএফকে খবর দিয়েছি। ওরা আসলে গরু চুরি করবে বলেই এসেছিল।”