জলপাইগুড়ি: বিজেপিকে (BJP) ভোট দিলে পাওয়া যাবে না কন্যাশ্রীর (Kanyashree) ফর্ম। অভিযোগ, এ কথা বলছেন তৃণমূল নেতা তথা স্কুলের অশিক্ষক কর্মী। ওই কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রধান শিক্ষকের কাছে নালিশ করেছেন গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী টুম্পা হাজরা। সম্প্রতি, স্কুলে কন্যাশ্রীর ফর্ম চাইতে স্কুলের অশিক্ষক কর্মচারী তথা স্থানীয় তৃণমূল নেতা রামেশ্বর রায়ের কাছে গিয়েছিল টুম্পা। অভিযোগ, রামেশ্বর বাবু ওই ছাত্রীকে বলেন তোমরা ভোটের সময় যাকে তাকে ভোট দেবে আর কন্যাশ্রীর জন্য আমার কাছে আসবে এটা হতে পারে না। এই কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় টুম্পা।
পরে বাড়িতে গিয়ে সব খুলে বলে টুম্পা। এরপর স্থানীয় বাসিন্দারা টুম্পার মাকে সঙ্গে নিয়ে স্কুলে প্রধান শিক্ষকের কাছে আসেন। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার দাবি জানান। এখানেই অভিযোগ শেষ নয়। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করা সহ অন্যান্য কাজের মাধ্যমে মোটা টাকা হাতিয়েছেন রামেশ্বরবাবু।
ঘটনায় টুম্পা হাজরা বলে, আমি স্কুলে এসে কন্যাশ্রীর ফর্ম চেয়েছিলাম। আমাকে রামেশ্বর বাবু দেননি। উল্টে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। টুম্পার মা মামনি হাজরা বলেন, আমরা কোথায় ভোট দিয়েছি তা আমার মেয়ে কী ভাবে জানবে। কেন এমনটা করা হল আমার মেয়ের সঙ্গে। এ বিষয়ে কথা বলতেই আমরা হেড মাস্টারের কাছে গিয়েছিলাম।
স্থানীয় বাসিন্দা প্রফুল্ল রায় বলেন, রামেশ্বরবাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাবিধ অভিযোগ রয়েছে। উনি টুম্পা হাজরাকে বলেছেন তোমার বাবা-মা বিজেপিকে ভোট দিয়েছে। তাই কন্যাশ্রীর ফর্ম দেওয়া যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান শিক্ষক দিনেশ সিনহা টেলিফোনে জানান, রামেশ্বর রায় স্কুলের কাজে সাহায্য করেন। পাশাপাশি রামেশ্বর তৃণমূল করেন বলে শুনেছি। যারা অভিযোগ করেছে তারা সবাই বিজেপির লোক বলে শুনেছি। গ্রামে ভোটের সময় সমস্যা হয়। কিন্তু তাই বলে এভাবে স্কুলের মধ্যে রাজনীতিকে জড়িয়ে দেওয়া কাম্য নয়। আমি এদের কাছে প্রমান চেয়েছি। কিন্তু এরা প্রমান দিতে পারেনি।
রামেশ্বর রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো ঘটনা মিথ্যা। এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে।
ঘটনায় তীব্র কটাক্ষবান শানিয়েছেন বিজেপির নেতা শ্যাম প্রসাদ। তিনি বলেন, তৃনমূলের এটাই কালচার। বিজেপি করলে কন্যাশ্রী ফর্ম দেবে না। রাজ্যে কী তালিবানি শাসন চলছে? যদিও তৃণমূলের জেলা কমিটির সদস্য নিতাই কর বলছেন, বিজেপি মিথ্যা অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দল মত নির্বিশেষে সকলেরই পায়। ওদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।