Car Detain: সেনাবাহিনী লেখা গাড়িতে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকা, তদন্ত করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 20, 2022 | 3:32 PM

Jalpaiguri: জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনা। সেখানে সেনাবাহিনী লেখা একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল কোটি-কোটি টাকা। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

Car Detain: সেনাবাহিনী লেখা গাড়িতে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকা, তদন্ত করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য
গাড়ি আটক (নিজস্ব ছবি)

Follow Us

রাজগঞ্জ (জলপাইগুড়ি): রহস্যময় গাড়ি। আর তার মধ্যেই পাচার হচ্ছে কোটি-কোটি টাকা। সেই অভিযোগ তুলে গাড়িটিকে ধাওয়া করল স্থানীয় বাসিন্দারা।

জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনা। সেখানে সেনাবাহিনী লেখা একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল কোটি-কোটি টাকা। এমটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। খবর শুনেই জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটি এলাকায় রহস্যজনক গাড়িটির পিছু নেয় এলাকাবাসী। এরপর দু’টি গাড়িকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তাঁরা। যদিও, গাড়ি থেকে তল্লাশি করে কোটি নয়, পুলিশের দাবি উদ্ধার হয়েছে ১ লক্ষ ২২ হাজার টাকা। তবে টাকাগুলি কোথায়, কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনায় সাতজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

স্থানীয় এক বাসিন্দা রাহুল ইসলাম জানান, ‘শনিবার সকাল নাগাদ আমরা রাজগঞ্জের মহান পাড়া এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করছিলাম ফুটবল ম্যাচের জন্য। সেই সময় একটি সাদা রঙের একটি গাড়ি এসে আচমকাই ধাক্কা মারে পিলারে। গাড়িতে দু’জন ছিলেন। এ দিকে, গাড়িটিকে এইভাবে ধাক্কা মারতে দেখে হকচকিয়ে যাই আমরা।’ এরপর ওই যুবক আরও বলেন, ‘কিছুক্ষণ পর দেখি আরও একটি গাড়ি আসে। তার মধ্যে পাঁচজন বসেছিলেন। একজন যাত্রী গাড়ি থেকে আমাদের উদ্দেশে বলেন, ওই গাড়িটি কোথায়? গাড়িতে সাত কোটি টাকা আছে। যেই টাকা বিহার থেকে চিট করে আনা হয়েছে।’

জানা গিয়েছে, এরপর স্থানীয় বাসিন্দারা ওই গাড়িটিকে আটক করে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। তারা দু’টি গাড়িকে বাজেয়াপ্ত করে। ওই গাড়ি দু’টিতে থাকা মোট সাতজনকে আটক করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় রাজগঞ্জ থানায়।

এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, রাজগঞ্জের কুকুরযান গ্রামপঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ ছিল গাড়ি করে সাত কোটি টাকা পাচার করা হচ্ছে। টাকা গুলি বিহার থেকে প্রতারণা করে আনা হয়েছে। ঘটনায় দু’টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এখোনও পর্যন্ত মোট ১ লক্ষ ২২ হাজার টাকা পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

 

 

 

 

 

 

 

Next Article