মালবাজার: ফের বন দফতরের পাতা খাঁচাতে ধরা পড়ল পূর্ণ বয়স্ক একটি চিতাবাঘ। এবার ডুয়ার্সের মালবাজার মানাবাড়ি চা বাগানে খাঁচা বন্দি হল চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই বাগানের মধ্যে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। বাগানের দু’ নম্বর সেকশনে বাঘ ধরার খাঁচাও পেতে রেখেছিলেন। সেখানেই ধরা পড়ল বাঘ-বাবাজী। এদিকে রবিবারও ডুয়ার্সের একটি চা বাগানে চিতাবাঘ ধরা পড়ে। এক দিনের মধ্যে ডুয়ার্সের দু’টি চা বাগান থেকে উদ্ধার হল দু’টি চিতাবাঘ। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে চা বলয়ের মানুষের মধ্যে।
পাঁচ বছর বন্ধ থাকার পর সদ্য খুলেছে মানাবাড়ির এই চা বাগান। ঝোপ-জঙ্গলে ভরে গিয়েছিল গোটা বাগান। তার সুযোগেই আশ্রয় নিয়েছিল চিতাবাঘ। বাগানের শ্রমিকরা জানান, বেশ কয়েকদিন ধরেই বাগানের মধ্যে চিতাবাঘ দেখতে পাচ্ছিলেন। বনদফতরের কাছে আবেদন জানানো হলে খাঁচা দিয়ে যায়। মঙ্গলবার সকালবেলা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে খাঁচা বন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পান। খাঁচার বাইরে চোখ রেখে চুপটি করে শুয়ে ছিল সে। এদিকে তার ধরা পড়ার খবরে ভিড় বাড়তে শুরু করে। মেজাজও চড়তে থাকে চিতাবাঘের। শুরু হয় হুঙ্কার। খবর দেওয়া হয় বনদফতরে।
আরও পড়ুন: করোনার উপসর্গ ছিল, মৃত্যুর পর ধারে কাছে গেল না স্বজন-পড়শিরা! দেহ সৎকারে এগিয়ে এল একদল দামাল ছেলে
প্রায় প্রতিদিনই বনদফতরের কর্মীরা ছাগলের টোপ দিয়ে চিতাবাঘটিতে ধরার চেষ্টা চালাচ্ছিল। অবশেষে সফলতা মিলেছে। মঙ্গলবার ভোরে বনদফতরের পাতা ফাঁদে পা দিয়েছে সে। মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে খাচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে। সেখান থেকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে চিতাবাঘটিকে।