Dhupguri Leopard: সেনাকর্মীর বাড়ির পাশে গুটিগুটি পায়ে হেঁটে যাচ্ছে, CCTV ফুটেজ দেখতেই গায়ে কাঁটা দিল সকলের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2022 | 8:20 AM

Jalpaiguri: ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম পল্লী এলাকায় দীপক রায়। পেশায় তিনি সেনা কর্মী। তাঁরই বাড়ির সিসিটিভিতে দেখা যায় বাড়ির সামনে দিয়ে চিতা বাঘের মতো কোনও একটি প্রাণী হেঁটে যাচ্ছে।

Dhupguri Leopard: সেনাকর্মীর বাড়ির পাশে গুটিগুটি পায়ে হেঁটে যাচ্ছে, CCTV ফুটেজ দেখতেই গায়ে কাঁটা দিল সকলের
চিতা বাঘের খোঁজ (নিজস্ব চিত্র)

Follow Us

ধূপগুড়ি: সেনা কর্মীর বাড়ির পাশ থেকে হেঁটে চলে যাচ্ছে একটি প্রাণী। রাতের অন্ধকারে কী তা বুঝে ওঠা দায়। পরে সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতেই জানা গেল আসল ঘটনা। শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ! এলাকায় বাঘের খোঁজে তল্লাশি বন কর্মীদের।

ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম পল্লী এলাকায় দীপক রায়। পেশায় তিনি সেনা কর্মী। তাঁরই বাড়ির সিসিটিভিতে দেখা যায় বাড়ির সামনে দিয়ে চিতা বাঘের মতো কোনও একটি প্রাণী হেঁটে যাচ্ছে। আর এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীদের । ঘটনাস্থলে ছুটে যান রেঞ্জার শুভাশিস রায় সহ বনকর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

সিসিটিভিতে প্রাণী আসলে চিতাবাঘ নাকি অন্য কোনও প্রাণী তা খতিয়ে দেখাও হচ্ছে। এর আগে ধুপগুড়ি শহরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে শহরে। বনদফতরের তরফ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিতাবাঘ না হলে এটি একটি জঙ্গল ক্যাট নামক প্রাণী হতে পারে। লুপ্তপ্রায় প্রজাতির এই প্রাণীর দেখা মিলছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। যাকে ঘিরে একশ্রেণীর মানুষ চিতা বাঘের আতঙ্ক বলে প্রচার করছেন। তার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়িতে।

যদিও ছবি দেখে কিন্তু চিতাবাঘ নয় এমনটাই জানিয়েছেন বন কর্মীরা। কিছুদিন আগে এই প্রজাতির প্রাণীর একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল ধূপগুড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকা থেকে। অনুমান করা হচ্ছে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি সেই জঙ্গল ক্যাট নামক প্রাণীটিরই সঙ্গী হয়ে থাকতে পারে। যদি ওই সিসিটিভি ফুটেজ এবং ছবিকে ঘিরে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়ি শহর জুড়ে। যেহেতু সঠিক ভাবে পরিষ্কার ভাবে কিছু বোঝা যাচ্ছে না সেই ভিডিয়ো ফুটেজ থেকে। তাই বন কর্মীরা শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

Next Article