জলপাইগুড়ি: ভয়াবহ দুর্ঘটনা ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা দিয়ে একটি লরি যাওয়ার সময় রাস্তার ধারে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম পঞ্চমী সরকার। জানা গিয়েছে, পঞ্চমী পড়াশোনা করার পাশাপাশি দোকানও চালাতেন। প্রায়ই রাতে দোকানে থাকতেন। ঘটনার সময় পঞ্চমী ও তাঁর ভাই ছিলেন দোকানে। পড়াশোনা করছিলেন। সে সময় ট্রাকটি ঢুকে পড়ে দোকানে। দোকানের পাকা পিলার, দেওয়াল ভেঙে পড়ে।
ট্রাকের নিচে আটকে যান পঞ্চমী। ভয়ঙ্কর শব্দ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। আসে পুলিশও। কোনওভাবে ট্রাকটি বের করা হয়। আর এরপরই আর্থ মুভার নিয়ে এসে ট্রাকটিকে সরিয়ে ভেতর থেকে যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। তবে সুস্থ আছেন পঞ্চমীর ভাই। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে।
স্থানীয় বাসিন্দা প্রশান্ত মণ্ডলের কথায়, রাত ৩টে নাগাদ একটা লরি এসে দোকানে ঢুকে যায়। ভয়ঙ্কর আওয়াজ শুনে আমরা বেরিয়ে আসি। এরপর পুলিশ এসে উদ্ধার করে। গাড়ির চালককে আটক করা হয়েছে।