Mamata Banerjee: ‘আরে ভাই ওই টাকা তো কবে পার্টি ফান্ডে চলে গিয়েছে…’ বিস্ফোরক মমতা

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 04, 2024 | 3:56 PM

Mamata Banerjee: আগেই তৃণমূল উল্লেখ করেছে, ৩০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিলি করলে প্রত্যেকে ২১ টাকা করে পাবেন। সেই হিসেবের কথা উল্লেখ করে এদিন মমতা বলেন, "আপনারা ২১ টাকা করে নেবেন? নাকি স্বচ্ছ থাকবেন? নিজেদের সম্মান বাঁচাবেন?"

Mamata Banerjee: আরে ভাই ওই টাকা তো কবে পার্টি ফান্ডে চলে গিয়েছে... বিস্ফোরক মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

মালবাজার: গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের মুখে এই ভাষাতেই বাংলার মানুষকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনের সময় মোদী দাবি করেন, পশ্চিমবঙ্গ থেকে যে ৩০০০ কোটি  টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই টাকা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এবার সেই টাকা নিয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ইডি-র উদ্ধার করা টাকা গিয়েছে বিজেপির ঘরে।

সাম্প্রতিক সময়ে বাংলায় যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সে কথা উল্লেখ করেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন মোদী। মূলত রাজ্য সরকারকে নিশানা করেই এ কথা বলেছিলেন তিনি। এবার সেই সূত্র ধরেই পাল্টা আক্রমণ করলেন মমতা।

বৃহস্পতিবার মালবাজারের সভা থেকে মমতা বলেন, “১৫ লক্ষ টাকা দেবে বলেছিল। সেটা কোথায় গেল? ইডি যা নিয়েছে, তা নাকি গরিব লোকদের মধ্যে ভাগ করে দেবে। আরে ভাই ওই টাকা তো কবে পার্টি ফান্ডে চলে গিয়েছে। ওরা টাকা নেয় আর বলে বিজেপিকে দিয়ে দেয়। ছুপা রুস্তম। ৩০০০ কোটি টাকা তুমি মানুষের থেকে নিয়েছ…।”

আগেই তৃণমূল উল্লেখ করেছে, ৩০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিলি করলে প্রত্যেকে ২১ টাকা করে পাবেন। সেই হিসেবের কথা উল্লেখ করে এদিন মমতা বলেন, “আপনারা ২১ টাকা করে নেবেন? নাকি স্বচ্ছ থাকবেন? নিজেদের সম্মান বাঁচাবেন?”

উল্লেখ্য, গত ২ বছরে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার সময় মোদী দাবি করেন, আইনি সাহায্য নিয়ে সেই টাকা বাংলার মানুষকেই ফিরিয়ে দেবেন তিনি। ভোট আবহে মোদীর এমন প্রতিশ্রুতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক শিবির।

Next Article