জলপাইগুড়ি : হাত দেখিয়ে মন্ত্রীর গাড়ি থামিয়ে স্কলারশিপ ফর্মে সই করিয়ে নিল ছাত্রী। মন্ত্রীর মানবিকতায় অবাক পড়ুয়া। রবিবার সকালে এমনই ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মোড় হয়ে ওদলাবাড়ি যাওয়ার পথে আচমকা গাড়ি থামান রাজ্য়ের মন্ত্রী বুলুচিক বরাইক (Bulu Chik Baraik)। ছাত্রীর নাম তাপসী রায়। ফর্মে সই করানোর জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বরাইকের বাড়িতে যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন তাপসী। কিন্তু ঘটনাচক্রে সেই পথ ধরেই যাচ্ছিল মন্ত্রীর কনভয়। গজলডোবা থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
মন্ত্রীর গাড়ি দেখে হাত দেখান তাপসী। মন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান। তাপসীকে জিজ্ঞেস করেন কী সমস্যা? তাপসী তখন ব্যাগ থেকে স্কলারশিপ ফর্ম বের করে দেন। কাগজগুলো দেখে মন্ত্রী গাড়িতে বসেই সই করে দেন। মন্ত্রী মশাই এভাবে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ফর্মে সই করে দেওয়ায় খুবই খুশি তাপসী। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তাপসী রায় বলেন, আমার স্কলারশিপ ফর্মে বিধায়কের সই দরকার ছিল। পথে দেখলাম ওঁর কনভয় যাচ্ছে। আমি হাত দেখালাম। কনভয় দাঁড়িয়ে গেল। এরপর মন্ত্রী সব শুনে আমার ফর্মে সই করে দিলেন। তাঁর বাড়ি থেকে মন্ত্রীর বাড়ি প্রায় ৩৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছেন তাপসী।
রাজ্যের অনগ্রসর ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বাড়াইক এদিন বলেন, ‘আমার বিধানসভা কেন্দ্রের অধীন এই এলাকা। আমি বাড়ি ফিরছিলাম। আমার কাছে যাবে সই করতে শুনে আমি সই করে দিলাম।’ তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করি সব সময় মানুষের পাশে এইভাবে কাজ করে যেতে, যাতে মানুষকে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।’