Bangladesh: খাঁ-খাঁ করছে সব কামরা, বাংলাদেশ থেকে ভারতে ফিরল মিতালী এক্সপ্রেস

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 10, 2024 | 8:41 PM

Mitali Express: জানা গিয়েছে, সোমবার দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়য়। তারপর মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনা হয় মিতালী এক্সপ্রেসকে। আজ সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতার পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছায় ট্রেনটি। বগিগুলিকে স্টেশনে রেখে দিয়ে ইঞ্জিনটি বাংলাদেশে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।

Bangladesh: খাঁ-খাঁ করছে সব কামরা, বাংলাদেশ থেকে ভারতে ফিরল মিতালী এক্সপ্রেস
মিতালি এক্সপ্রেস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: দীর্ঘ ৬ মাস পর ভারতে ফিরল মিতালী এক্সপ্রেস। মঙ্গলবার ফাঁকা ট্রেনটি কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে। কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা।আর এই কারণে গত ১৭ জুলাই শেষবারের মতন হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছয় মিতালী এক্সপ্রেস। তারপর থেকে ট্রেনটি ঢাকাতেই ছিল।

জানা গিয়েছে, সোমবার দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়য়। তারপর মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনা হয় মিতালী এক্সপ্রেসকে। আজ সকালে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতার পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছায় ট্রেনটি। বগিগুলিকে স্টেশনে রেখে দিয়ে ইঞ্জিনটি বাংলাদেশে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে, স্টেশন মাস্টার সত্যজিৎ তেওয়ারি বলেন, “মিতালি এক্সপ্রেস শেষ ১৭ জুলাই গিয়েছিল। তারপর ফেরেনি। আজ সকাল ৯টা পাঁচ নাগাদ ফিরল। এখন আপাতত চলবে না। পরে কী হবে বলতে পারব না। তবে পুরো ট্রেনটি খতিয়ে দেখেছি। কোনও ক্ষতি হয়নি। বগির কোনও ক্ষতি হয়নি।”

Next Article