Moloy Ghatak: চা বাগানের মালিক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা: মলয় ঘটক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 13, 2022 | 9:40 PM

Moloy Ghatak: মলয় ঘটক বললেন, "চা শ্রমিক থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জন বার্লা। মন্ত্রী হওয়ার পর তার উচিৎ ছিল চা শ্রমিকদের স্বার্থে কাজ করা। তিনি তা করেননি।"

Moloy Ghatak: চা বাগানের মালিক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা: মলয় ঘটক
মলয় ঘটক ও জন বার্লা

Follow Us

জলপাইগুড়ি: বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla) বিরুদ্ধে চা শ্রমিকদের জন্য কাজ না করার অভিযোগে সরব হলেন মলয় ঘটক (Moloy Ghatak)। শ্রমিকদের পিএফ সমস্যা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার জলপাইগুড়িতে একটি কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল প্রভাবিত চা শ্রমিক সংগঠন। সেখান থেকেই জন বার্লার বিরুদ্ধে আক্রমণ শানালেন মলয় ঘটক। বললেন, “চা শ্রমিক থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন জন বার্লা। মন্ত্রী হওয়ার পর তার উচিৎ ছিল চা শ্রমিকদের স্বার্থে কাজ করা। তিনি তা করেননি। তিনি নিজে তিন তলার বাড়ি করেছেন। সরকারি জমি দখল করে মার্কেটিং কমপ্লেক্স তৈরি করেছেন। আজ শুনলাম একটি চা বাগানের মালিক হয়েছেন।”

এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনিও আক্রমণের সুর চড়িয়ে বললেন, “চা শ্রমিকদের সমস্যা সমাধান না হলে বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করা হবে।” মলয় ঘটকও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মন্তব্যকে সমর্থন করে বলেন, “প্রয়োজনে তাঁদের বাড়ি ঘেরাও করা হবে।” তৃণমূল নেতাদের এই বক্তব্যকে তীব্র বিরোধিতা জানিয়েছেন, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। তাঁর পাল্টা বক্তব্য, “তৃণমূল চা শ্রমিকদের জন্য কিছুই করেনি। যা কাজ হচ্ছে, তা নরেন্দ্র মোদী করছেন।” আসন্ন পঞ্চায়েত নির্বাচন চা-বলয়ের মানুষজন বিজেপির উপরেই ভরসা রাখবে বলেই মনে করছেন তিনি।

এদিকে মলয় ঘটকের এই মন্তব্যের পর ফোনে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি একজন সাংসদ। আমি মাইনে পাই। আর মলয় ঘটক কে? তাঁর কথার জবাব আমি কেন দেব? আমি জনগণের জন্য কথা বলি। উনিও জনগণের কথা বলুক। আমি দুর্নীতির টাকা করেছি নাকি? আমি নিজের টাকা দিয়ে জমি-বাড়ি-ঘর করতে পারব না নাকি? আমি তৃণমূলের মতো ভোট লুঠ করে জিতিনি। আমি মানুষের কাছে উত্তর দেব।”

Next Article