ধূপগুড়ি: কলেজের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লে পড়াশোনার ক্ষতি হয়। এ ধরনের মনোভাব প্রায়শই শোনা যায় সমাজের বিভিন্ন স্তরে। যদিও এই মনোভাবের সঙ্গে সহমত নন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার ধূপগুড়ি কলেজে পরিদর্শনে এসেছিলেন তিনি। সেখানেই ছাত্র রাজনীতি এবং কলেজের ভোট নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। ছাত্র রাজনীতি করেও ভাল ফল করা যায় বলে মনে করেন তিনি। এ ব্যাপারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, “আমি নিজে কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম দুবার। এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম।”
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে আসলেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার দুপুরে তিনি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে আসেন। প্রথমেই অধ্যক্ষকের ঘরে প্রবেশ করেন। এর পর সুকান্ত মহাবিদ্যালয়ের জন্য নতুন ভবনের জায়গা পরিদর্শন করেন তিনি। মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্র ছাত্রীরা উপাচার্যকে সংবর্ধনা জানান। এর পর ছাত্র ছাত্রীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেও বেশ কিছু ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কলেজে কলেজে ভর্তি সমস্যা মেটাতে বিভিন্ন বিষয়ে আসনসংখ্যা বাড়ানোর বিষয়টি দেখা হবে। সবাই কাছের এবং পছন্দের কলেজে ভর্তি হতে চায়।” এরপর কলেজে রাজনীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজে বালুরঘাট কলেজে দুবার জেনারেল সেক্রেটারি ছিলাম এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম।”