ডুয়ার্স: পঞ্চমীর রাত। স্বাভাবিকভাবেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কিন্তু এমন যে মর্মান্তির পরিণতি হবে কে ভেবেছিল! পুজোর শুরুর দিনই অকালে চলে গেল প্রাণ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা এলাকায়।
জানা গিয়েছে, গয়েরকাটা চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের ৪৮ নম্বরের উপর দুর্ঘটনাটি ঘটেছে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওভার লোডিং গাড়ি দ্রুত গতিতে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যারা যারা সেই সময় উপস্থিত ছিলেন তাঁদের সকলের বক্তব্য গোটা রাস্তা ভিজে গিয়েছে রক্তে। মাথা গিয়েছে থেঁতলে। চমকে উঠছেন সকলে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “এক্সপ্রেসওয়ের সামনে দেখলাম এক ব্যক্তি গাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন। মুহূর্তের মধ্যে এমন দুর্ভাগ্যজনক ঘটনা দেখে মনের মধ্যে একটা আশঙ্কা থেকে গিয়েছিল। ভয় লাগছিল। পুজোর সময় এমন একটা ঘটনা ভাবাই যায় না।”