ধূপগুড়ি: বাড়িতে নেই স্ত্রী। তাঁরই অনুপস্থিতি পরকীয়া (Extra Maratial Affair)। এমনটাই অভিযোগ করেছিলেন এলাকাবাসী। এরপর হাতেনাতে তাঁদের ধরলেন গ্রামবাসীরা। তালা দিয়ে আটকে রাখলেন উভয়কে। পরে উত্তম-মধ্যম দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে সোমবার ধূপগুড়ি ব্লকের গাঁদং এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে অন্য এক মহিলাকে রবিবার রাত্রিবেলা বাড়ি নিয়ে আসে যুবক। আগন্তুক মহিলা ওই এলাকার বাসিন্দা।
বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। সঙ্গে-সঙ্গে পাড়া-প্রতিবেশীরা জোট বেঁধে ওই মহিলা এবং পুরুষকে ঘরে আটকে রেখে তালা দিয়ে দেয়। সকালে সুযোগ বুঝে ওই যুবক পালিয়ে যায় বলে অভিযোগ।
অপরদিকে, গ্রামবাসীরা যুবকের সঙ্গে পরকীয়া করতে আসা মহিলার সঙ্গে বিয়ে দেবার তোরজোড় শুরু করেন। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে মহিলাকে ধরে গণপিটুনি দেয় বেশ কয়েকজন। ধুপগুড়ি থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে বলে খবর। স্থানীয় এক গ্রামবাসী বলেন, “ওই ছেলেটি বিবাহিত। ওর বউ বাড়ির বাইরে গিয়েছিল। সেই সময় এই মহিলাকে ঘরে ঢোকায়। তারপরই ঘরে তালা মেরে দিই। ছেলেটা পালিয়ে গেলেও মেয়েটা পালাতে পারেনি।”