Jalpaiguri: মাঝরাতে সাইকেল নিয়ে এ রাস্তা ও রাস্তা ঘুরলেন পুলিশ সুপার

Jalpaiguri: সাইকেল চালিয়ে রাতের নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ সুপার। জলপাইগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন প্রশ্ন ওঠে। বিশেষ করে আরজি করের ঘটনার পর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল।

Jalpaiguri: মাঝরাতে সাইকেল নিয়ে এ রাস্তা ও রাস্তা ঘুরলেন পুলিশ সুপার
সাইকেলে পুলিশ সুপার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2024 | 10:04 PM

জলপাইগুড়ি: আরজি করকাণ্ডের পর বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের তৎপরতা নিয়েও নানা অভিযোগ। তবে এসবের মধ্যেই একেবারে অন্য মেজাজে দেখা গেল জলপাইগুড়ির পুলিশসুপার উমেশ খান্ডবহালকে। লালবাতির গাড়ি নেই, নেই উর্দি, একেবারে অন্য মেজাজে এদিন দেখা গেল তাঁকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

সাইকেল চালিয়ে রাতের নিরাপত্তা সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ সুপার। বলেন, গাড়িতে অনেক কিছু নজর এড়িয়ে যায়। তাই সাইকেলে পথ পরিক্রমা করেন। জলপাইগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন প্রশ্ন ওঠে। বিশেষ করে আরজি করের ঘটনার পর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল।

কোথায় কী খামতি আছে, নিজে চোখে সেসব ঘুরে দেখলেন পুলিশ সুপার। উমেশ খান্ডবহাল বলেন, “আমাদের নাইট পেট্রলিং চলেই। তবে সাইকেলে বেরোলে রাস্তাঘাট আরও ভালভাবে নজরে আনা যায়। আমাদের পুলিশ টিম তো রোজই বেরোয়। আজ আমিও টিমের সঙ্গে বেরিয়ে দেখলাম কোথায় কীভাবে পেট্রলিং চলে। দেখলাম কোথায় কেমন আলো আছে, কীরকম নিরাপত্তা। হাসপাতাল, মার্কেটে আমাদের টিমও থাকে। রাতের রাস্তাঘাট কেমন তা বুঝতেই বেরোলাম।”