Rare Big Fish: তিস্তায় বিরল এমন মাছ! আকার দেখে চমকে গেলেন মৎস্যজীবীরাও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 05, 2022 | 5:47 PM

Rare Big Fish: দূষিত তিস্তা নদীতে এমন মাছ নাকি আর দেখাই যায় না, জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

1 / 5
বড় আকারের এমন মাছ কবে শেষ দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। দূষণের জেরে এমন মাছের অস্তিত্ব নিয়েই সঙ্কট তৈরি হয়েছে। বিশেষত তিস্তা নদীর দূষণ মাছের বংশ বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন পরিবেশবিদরা। তবে শনিবার যে বিশাল আকারের মাছ জালে উঠল, তা দেখতে ভিড় জমালেন অনেকেই। বাজারে বিক্রিও হল মাছ। জলপাইগুড়িতে ধরা পড়ল ৩৫ কিলোর মহা শোল মাছ।

বড় আকারের এমন মাছ কবে শেষ দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। দূষণের জেরে এমন মাছের অস্তিত্ব নিয়েই সঙ্কট তৈরি হয়েছে। বিশেষত তিস্তা নদীর দূষণ মাছের বংশ বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন পরিবেশবিদরা। তবে শনিবার যে বিশাল আকারের মাছ জালে উঠল, তা দেখতে ভিড় জমালেন অনেকেই। বাজারে বিক্রিও হল মাছ। জলপাইগুড়িতে ধরা পড়ল ৩৫ কিলোর মহা শোল মাছ।

2 / 5
জলপাইগুড়ির গজলডোবায় ধরা পড়ল ৩৫ কিলো ওজনের বিলুপ্তপ্রায় মহা শোল মাছ। খবর ছড়িয়ে পড়তেই অতি সুস্বাদু সেই মাছ কিনতে স্টেশন বাজারে ভিড় জমালেন খাদ্য রসিকেরা। ৮০০ টাকা প্রতি কেজি দরে নিমেষেই বিক্রি হয়ে গেল বিরল প্রজাতির মাছটি।

জলপাইগুড়ির গজলডোবায় ধরা পড়ল ৩৫ কিলো ওজনের বিলুপ্তপ্রায় মহা শোল মাছ। খবর ছড়িয়ে পড়তেই অতি সুস্বাদু সেই মাছ কিনতে স্টেশন বাজারে ভিড় জমালেন খাদ্য রসিকেরা। ৮০০ টাকা প্রতি কেজি দরে নিমেষেই বিক্রি হয়ে গেল বিরল প্রজাতির মাছটি।

3 / 5
 দীর্ঘ কয়েক বছর পর জলপাইগুড়ির বাজারে দেখা পাওয়া গেল সুস্বাদু মহা শোল মাছ। জানা গিয়েছে, স্থানীয় জেলেদের জালে শনিবার সকালে প্রায় ৩৫ কিলো ওজনের এই মাছটি ধরা পড়ে গজলডোবায়। দীর্ঘদিন পর এত বড় ওজনের বিরল প্রজাতির মাছের দেখা পাওয়ায় ভোজনরসিকদের পাশাপাশি খুশি পরিবেশ কর্মীরাও।

দীর্ঘ কয়েক বছর পর জলপাইগুড়ির বাজারে দেখা পাওয়া গেল সুস্বাদু মহা শোল মাছ। জানা গিয়েছে, স্থানীয় জেলেদের জালে শনিবার সকালে প্রায় ৩৫ কিলো ওজনের এই মাছটি ধরা পড়ে গজলডোবায়। দীর্ঘদিন পর এত বড় ওজনের বিরল প্রজাতির মাছের দেখা পাওয়ায় ভোজনরসিকদের পাশাপাশি খুশি পরিবেশ কর্মীরাও।

4 / 5
তিস্তা নদী থেকে মাছটিকে ধরার পর সেটিকে নিয়ে মৎস্যজীবীরা চলে যান জলপাইগুড়ি দিন বাজারের মাছের আড়তে। এরপর সেখান হয় মাছের নিলাম। ৪৫০ টাকা প্রতি কেজি দরে নিলামে মাছটি কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের মাছ ব্যাবসায়ী রাজেশ শা।

তিস্তা নদী থেকে মাছটিকে ধরার পর সেটিকে নিয়ে মৎস্যজীবীরা চলে যান জলপাইগুড়ি দিন বাজারের মাছের আড়তে। এরপর সেখান হয় মাছের নিলাম। ৪৫০ টাকা প্রতি কেজি দরে নিলামে মাছটি কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের মাছ ব্যাবসায়ী রাজেশ শা।

5 / 5
রাজেশ শা বলেন, আগে এই মাছ পাওয়া যেত। কিন্তু এখন আর দেখা পাওয়া যায়না। আমি প্রায় তিন বছর পর এত বড় ওজনের বিরল এই মাছ আমার দোকানে আনলাম। আনা মাত্রই বুকিং হয়ে গিয়েছে। আমি ৪৫০ টাকা কিলো দরে কিনেছি। ৮০০ টাকা কিলো দরে বিক্রি করছি।

রাজেশ শা বলেন, আগে এই মাছ পাওয়া যেত। কিন্তু এখন আর দেখা পাওয়া যায়না। আমি প্রায় তিন বছর পর এত বড় ওজনের বিরল এই মাছ আমার দোকানে আনলাম। আনা মাত্রই বুকিং হয়ে গিয়েছে। আমি ৪৫০ টাকা কিলো দরে কিনেছি। ৮০০ টাকা কিলো দরে বিক্রি করছি।

Next Photo Gallery