ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের বিভিন্ন স্কুলে শুরু হল রুবেলা টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী পড়ুয়াদের রুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় রুবেলা ভাইরাসের ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। হাম প্রতিরোধের জন্য এই টিকা দেওয়া হয়। সোমবার সপ্তাহের প্রথম দিন ধূপগুড়ি ব্লকের একাধিক স্কুলে এই ভ্যাকসিন দেওয়া হয়। স্বাস্থ্য দফতরের তরফে স্কুলগুলিতে টিকা দেওয়ার কাজ চলছে। এদিন ধূপগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয় এবং বিএফপি প্রাথমিক বিদ্যালয় এই ভ্যাকসিন নিতে আসা পড়ুয়া এবং অভিভাবকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। আগ্রহের সাথে অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে স্কুলে কনকনে শীত কুয়াশার মধ্যেও হাজির হয়েছিলেন। প্রতিটি স্কুল, স্বাস্থ্য কেন্দ্র এবং পরবর্তীতে এলাকাভিত্তিক শিবির করেও ভ্যাকসিন দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪৭ লক্ষেরও বেশি ছেলে মেয়েকে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ভ্যাকসিনেশন অফিসার থেকে শুরু করে ভ্যাকসিন সংরক্ষণ, সেগুলি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভ্যাকসিন ভায়াল, সিরিঞ্জ সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত কিছুই নজরদারির ব্যবস্থা থাকছে। পাশাপাশি কুইক রেসপন্স টিমও (কিউআরটি) তৈরি করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পর কোনও অসুস্থতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এই টিম কাজ করবে। তবে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ দাবি করছে স্বাস্থ্য দফতর। সেই মতো প্রতিটি স্কুলে অভিভাবকদের নিয়ে বৈঠক করে তাদের সচেতনও করেছেন। যাতে রুবেলা ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহ বাড়ে।
এ বিষয়ে ধূপগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত মজুমদার বলেছেন, “টিকা দেওয়ার কাজ চলছে। পড়ুয়াদের এই টিকা নেওয়ার জন্য প্রচার চালিয়েছিলাম আমরা। ভাল সাড়া পেয়েছি।”