জলপাইগুড়ি: ফের তিস্তা থেকে উদ্ধার দেহ। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদী থেকে আরও ১১টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে গত ৫ দিনে মোট ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ, সিভিল ডিফেন্স ও এনডিআরএফ। ১১টি দেহের মধ্যে ১০টি এখনও অবধি শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন।
গত মঙ্গলবার রাতে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ দুর্যোগ হয়। তার জেরে জলপাইগুড়ির তিস্তায় আসে হড়পা বান। সে বানে পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা তছনছ। তিস্তা হয়ে ওঠে আগ্রাসী। তার জলরাশি ধেয়ে আসার পথে দু’দিকে যা পেয়েছে, সবই টেনে নিয়ে এসেছে সঙ্গে। বহু প্রাণ গিয়েছে। সলিল সমাধি গ্রাম, জনপদের। যাঁরা প্রাণে বেঁচেছেন তাঁরা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে।
জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও অবধি (৮ অক্টোবর দুপুর ১২টা) জেলায় তিস্তা থেকে ৪১ জনের দেহ উদ্ধার হয়েছে। গত কয়েকদিনে তিস্তাপার যেন লাশের পুরী হয়ে উঠেছে। চারদিকে শুধুই ধ্বংস চিহ্ন পড়ে। তছনছ চারধার। শনিবারও তিনটি দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। নিখোঁজের পরিবারের লোকজনকেও সেখানেই যোগাযোগ করতে বলা হচ্ছে। সেনার আধিকারিক, কর্মীরাও ঠায় সেখানে।