জলপাইগুড়ি: শনিবার রাতে জলপাইগুড়ি রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখেছিল রেল পুলিশ। রবিবার সকালেই সেই কিশোর-কিশোরীই ট্রেনের সামনে আত্মহত্যা করার চেষ্টা করল। তবে বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছে প্রাণ। ঘটনা ধূপগুড়ি নয় নম্বর ওয়ার্ডের বিডিও অফিস পাড়া এলাকায়। সূত্রের খবর, এদিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ঘটে ঘটনাটি। স্থানীয় বাসিন্দারাই দেখতে পান রেল লাইনের মধ্যে পড়ে রয়েছে দুই কিশোর-কিশোরী। দেখা মাত্রই তাঁরা খবর দেন রেল পুলিশে। ছুটে আসে জিআরপি, আরপিএফ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরাও। দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। রেল পুলিশ সূত্রে খবর, দু’জনের বাড়ি অসমের রঙ্গিয়ায়। ইতিমধ্যেই তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছে রেল পুলিশ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শনিবার থেকে নিখোঁজ ছিল দু’জনে। পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে।
রেল পুলিশ জানাচ্ছে, এদিন সকালে রেললাইন ধরে পায়ে হেঁটে বিডিও অফিসের দিকে আসতে দেখা গিয়েছিল দু’জনকে। দু’বার রেললাইনের উপর শুয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একটি ট্রেন আবার উপর দিয়ে চলেও গিয়েছিল। কিন্তু, লাইনের মাঝে থাকায় প্রাণে বেঁচে যায় তারা। কিন্তু, শরীরের নানা প্রান্তে আঘাত লাগে। খবর পেয়ে, অসম থেকে বাংলায় আসছেন দুই কিশোর-কিশোরীর পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়।