Virtual Inauguration: মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের জন্য উদ্যোক্তাদের চাপ পুলিশের, অভিযোগ বিজেপি বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 28, 2022 | 7:55 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাধ্যমে পুজো উদ্বোধনের খরচ স্থানীয় থানা দিচ্ছে বলে যে অভিযোগ বিজেপি করছে, এ নিয়ে পুলিশ কর্তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Virtual Inauguration: মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের জন্য উদ্যোক্তাদের চাপ পুলিশের, অভিযোগ বিজেপি বিধায়কের
ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী

Follow Us

শিলিগুড়ি: শিলিগুড়িতে দুর্গাপুজো মণ্ডপের কাজ সম্পন্ন না হলেও ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাবগুলিতে ঠাকুর দেখতে গিয়ে দর্শকদের ফিরে আসতে হচ্ছে। এ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনের চাপে পুজোর উদ্বোধন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। ভার্চুয়ালি উদ্বোধনের ব্য়বস্থাপনা ও খরচ পুলিশ করছে বলেও অভিযোগ তাঁর। পুজো উদ্যোক্তাদের একাংশও স্বীকার করেছেন, প্রশাসনের আধিকারিকদের অনুরোধেই কাজ শেষ না হলেও পুজোর উদ্বোধনে রাজি হয়েছেন তাঁরা।

শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, “গায়ের জোরে পুলিশ দিয়ে চাপ দিয়ে ক্লাবগুলিকে রাজি করিয়ে পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলি রাজি না হলে ভয় দেখানো হচ্ছে। ওই উদ্বোধনের পর দর্শকেরা মণ্ডপে গিয়ে দেখছেন মণ্ডপ খোলা হয়নি। প্রচারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিন্দনীয়। ভার্চুয়াল উদ্বোধন এর যাবতীয় খরচা দিচ্ছে স্থানীয় থানাগুলি। এর আগে সরকারি অনুদান হিসেবে প্রতিটি ক্লাব ৬০ হাজার টাকা পেয়েছেন। এ বার উদ্বোধনের জন্য বিশাল টিভি স্ক্রিন ইন্টারনেট সংযোগ-সহ সব ব্যবস্থা করছেন থানার কর্তারাই। এই অর্থ কোথা থেকে আসছে?”

পুজো উদ্যোক্তাদের একাংশ জানাচ্ছেন, পুলিশকর্তাদের অনুরোধে মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়েছেন তাঁরা। এ নিয়ে বুবুন সেনগুপ্ত নামের এক উদ্য়োগা বলেছেন, “পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক এসে পুজোর উদ্বোধন করার অনুরোধ করে। মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনের কথা বলে। সকালে আমাদের পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সন্ধ্যায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সন্ধ্যায় আমরা অনুষ্ঠান করব।”

বিজেপি বিধায়কের করা অভিযোগ অবশ্য মানতে চায়নি তৃণমূল।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, “স্বেচ্ছায় ক্লাবগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করাতে চাইছে। বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিজেপির স্বভাবই হল সবকিছুকে নেগেটিভ ভাবে দেখা।” মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাধ্যমে পুজো উদ্বোধনের খরচ স্থানীয় থানা দিচ্ছে বলে যে অভিযোগ বিজেপি করছে, এ নিয়ে পুলিশ কর্তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Next Article