Sitalkuchi: শীতলকুচিতে গুলি চালনার ঘটনায় অভিযুক্তের জামিন নাকচ

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 14, 2024 | 1:48 PM

Sitalkuchi: গত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর  ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও গুলি চালাতে হয়।

Sitalkuchi: শীতলকুচিতে গুলি চালনার ঘটনায় অভিযুক্তের জামিন নাকচ
শীতলকুচিতে গুলি চালনার দিনের ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

 জলপাইগুড়ি: শীতল কুচিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুভাষ বর্মনের জামিন নাকচ।বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন নাকচ করলো বলে জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী সুদীপ্ত মজুমদার। ২০২১ এর বিধানসভা নির্বাচনে গুলি চালানোর ঘটনা ঘটে। তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কোচবিহারের শীতল কুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সুভাষ বর্মনের জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ।

গত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর  ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও গুলি চালাতে হয়। গুলিতে আরও চারজনের মৃত্যু হয়। মামলার তদন্ত শুরু করে সিবিআই।

গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন সুভাষ বর্মন। তদন্ত শেষ করে চার্জশিটও জমা দেয় সিবিআই। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সুদীপ্ত মজুমদার বলেন, “এই মামলায় অভিযুক্ত সুভাষ বর্মনের হয়ে আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।”

Next Article