জলপাইগুড়ি: তরাই-ডুয়ার্সে তিনিই অভিভাবক, জানালেন জন বার্লা। আলিপুরদুয়ারের চা বলয়ের নেতা জন বার্লা। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় বিজেপি তাঁকে প্রার্থী করে চমকে দিয়েছিল। জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিক ছিলেন জন বার্লা। ডুয়ার্সে আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে চা বলয়ের মুখ হয়ে উঠেছিলেন তিনি।
২০১৯-এ লোকসভা ভোটের প্রার্থী হন, জেতেনও। তবে ২০২৪-এ দল তাঁকে প্রার্থী করেনি। এ নিয়ে কম হইচই হয়নি। মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞাকে টিকিট দিতেই বার্লা প্রকাশ্যে ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ির অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় জন বার্লাকে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, দলের সঙ্গেই আছেন।
আর বুধবার ‘পিএম সুরজ জাতীয় পোর্টাল’-এর সূচনার অনুষ্ঠানে জলপাইগুড়ি তিস্তা পর্যটক গিয়ে বলেন, “এত বড় পরিবার, কিছু কিছু জায়গায় মনোমালিন্য হয়। তা নিয়ে বসে থাকলে লাভ নেই। আগামিদিন আমাদের ৪০০ পার করতে হবে। তার জন্য কাজ করে যাচ্ছি। জন বার্লা ময়দানে নেমে গিয়েছে ৪০০ পার করানোর জন্য। ডুয়ার্স তরাইয়ের অভিভাবক আমিই। তখনও ছিলাম, এখনও। ২০০৫ সাল থেকে কীভাবে আন্দোলন করেছি সকলে দেখেছেন। আমরা জিতেছি, আগামিদিনেও জিতব। এবারও সাড়ে ৩ লক্ষ ভোটে আমরা জিতব। আমি আশা করছি এর থেকে আরও বেশিও হতে পারে।”