ধূপগুড়ি: যথা সময়ে স্কুলে এসেছিল পড়ুয়ারা। তারা পড়াশোনা করছিল। কিন্তু বাইরে থেকে হঠাৎ হইচই। কেন? কী ঘটেছে? স্কুল পড়ুয়া থেকে শিক্ষক সকলেই ছুটলেন বাইরে। তারপরই প্রকাশ্যে এল আসল কারণ। স্কুলের পিছনের ঝোপে নাকি পড়ে রয়েছে মানুষের হাড়গোড়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি আংরাভাসা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গ্রিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, ক্লাস চলার সময় স্কুলের ঠিক পাশেই ঝোপের মধ্যে মাথার খুলি-হাড়গোড় পড়ে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ। নিমেষের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়ার মধ্যে। ভয়ে অনেক পড়ুয়া স্কুল থেকে বাড়ি চলে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ধূপগুড়ি এসডিপিও গ্যাইলসন লেপচা। তাঁরা গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্কুলের ঝোপের ভিতর কঙ্কাল কোথা থেকে এল? এখানে খুন করা হয়েছে নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে এই ব্যক্তির।