‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম…’, জল্পনার মাঝে কী জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 16, 2021 | 11:32 AM

Congress: ২১ জুলাই তৃণমূলে যোগ দেবেন এই কংগ্রেস নেতা, এমন জল্পনাও রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম..., জল্পনার মাঝে কী জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা?
কংগ্রেস নেতা শঙ্কর মালাকার

Follow Us

শিলিগুড়ি: সদ্য বড় ভাঙন দেখা গিয়েছে কংগ্রেসে। তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এরই মধ্যে আরও এক বড় ভাঙন  ঘিরে বাড়ছে জল্পনা। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক জল্পনায় উঠে আসছে কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের নাম। তিনি তৃণমূলে  যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। এমনকি উত্তরবঙ্গে সংগঠন সাজানোর ক্ষেত্রে সেই কংগ্রেস নেতাকে কাজে লাগানোর কথা ভাবছে ঘাসফুল শিবির, এমন জল্পনাও তুঙ্গে। কিন্তু বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, এ সব নিছকই তৃণমূলের প্রচার। এই ধরনের গুজবের কোনও বাস্তব ভিত্তি নেই। অন্য কোনও কারণে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেছিলেন বলেই জানিয়েছেন শঙ্কর মালাকার।

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি  তথা দু’বারের বিধায়ক শঙ্কর মালাকার যোগ দিতে পারেন তৃণমূলে। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে তাঁর আনুষ্ঠানিক যোগদান হবে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। তৃণমূল সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ার পেজে এই সংক্রান্ত প্রচারও চালাচ্ছেন।

মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের গতবারের বিধায়ক এই শঙ্কর মালাকার। এবারেও ওই আসনে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। তৃণমূলও ভাল ফল করতে পারেনি এই আসনে। জয়ী হয়েছেন বিজেপির আনন্দ বর্মন। এরপরেই নাকি শঙ্কর মালাকারের তৃণমূল শিবিরের কাছাকাছি আসার কথা শোনা যাচ্ছে।

তবে তিনি নিজে অবশ্য আপাতত বলেছেন, ‘সবটাই জল্পনা। কংগ্রেসেই আছি।’ বর্তমানে দিল্লিতে রয়েছেন এই কংগ্রেস নেতা। সেখান থেকেই তিনি জানিয়েছেন, কোনও এক ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর সেই থেকেই তাঁকে নিয়ে ভুল প্রচার চালাচ্ছে তৃণমূল। কী বিষয় নিয়ে মমতার সঙ্গে কথা হয়েছে, তা অবশ্য খোলসা করেননি তিনি। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘শঙ্কর মালাকারের নেতৃত্বে আমরা এককালে কংগ্রেস করেছি। কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তবে আদৌ উনি দলে আসছেন কি না তা জানা নেই। আরও পড়ুন: ফার্স্ট ডে ফার্স্ট শো! মেট্রোর ‘ক্রস’ চিহ্ন সিটে বসেই ‘খেল দেখালেন’ যাত্রীরা

Next Article