Jalpaiguri: জলবন্দি অবস্থার জন্য বৃষ্টি নয়, তৃণমূলকেই দুষলেন গ্রামবাসী

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2023 | 6:23 PM

Jalpaiguri: তাঁদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী কালভার্ট বন্ধ করে রাস্তা তৈরি করার জন্য এই অঘটন ঘটেছে। আর এর জন্য অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ।

Jalpaiguri: জলবন্দি অবস্থার জন্য বৃষ্টি নয়, তৃণমূলকেই দুষলেন গ্রামবাসী
ধূপগুড়িতে বন্ধ রাস্তা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: আজ থেকে নয়, লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এর জেরে রীতিমতো জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ির খুনিয়া ভিটা এলাকা। জলবন্দি প্রায় একশোটি পরিবার। যদিও, এই জলবন্দি হওয়ার জন্য এলাকাবাসী বৃষ্টিকে নয়, দুষলেন তৃণমূলকে।

তাঁদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী কালভার্ট বন্ধ করে রাস্তা তৈরি করার জন্য এই অঘটন ঘটেছে। আর এর জন্য অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। বন্ধ হয়ে গিয়েছে রান্না। এলাকাবাসীর দাবি, বারংবার প্রশাসনকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের পাকা রাস্তা নিজেরাই কেটে ফেললেন। এর জেরে বন্ধ যাতায়াত। পরে এলাকা পরিদর্শনে যান তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য দীপু রায়।

বস্তুত, ধূপগুড়ি স্টেশন থেকে খুনিয়া ভিটা হয়ে বারঘুরিয়া যাওয়ার যে মেন রাস্তা রয়েছে, সেই রাস্তাতেই ছিল একটি কালভার্ট। তৃণমূল নেতা রাস্তা তৈরির সময় সেটি বন্ধ করে দেন। ফলে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা।

এ দিকে, জল বের হতে না পারার জন্য এলাকাবাসীকে সেই জল পেরিয়েই যেতে হচ্ছে। বন্ধ হয়ে গিয়েছে রান্না। না খেয়ে থাকতে হচ্ছে অনেক পরিবারকে, এমনই দাবি গ্রামবাসীদের।

বিজেপির বক্তব্য, ঠিকাদার তৃণমূল নেতা ইচ্ছা করেই জল পারাপারের জায়গা বন্ধ করে দিয়েছেন। যাতে গ্রামবাসীরা ভুক্তভোগী হন। এমনকী রাস্তার গুণগত মানও খারাপ রয়েছে। দু আড়াই বছরের মধ্যে পিচের চাদর উঠে গিয়ে বেহাল অবস্থা রাস্তার। বহু মানুষ জলবন্দি হয়ে রয়েছে। মানুষ ভোটের বাক্সে এর জবাব দেবে।

Next Article