Jalpaiguri News: জল পান করতে যাওয়াই হল কাল! দোকান থেকে গহনা নিয়ে চম্পট দিল চোর

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2024 | 7:27 PM

Jalpaiguri News: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেখানকার এক স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মণ্ডল। প্রতিদিনের মত দোকান খুলতে তাঁর ছেলে জয় দোকানে আসেন। দোকান খুলে অলঙ্কার বোঝাই ব্যাগ দোকানের ড্রয়ারে রেখে দোকান পরিষ্কার করে তিনি জল আনতে যান।

Jalpaiguri News: জল পান করতে যাওয়াই হল কাল! দোকান থেকে গহনা নিয়ে চম্পট দিল চোর
দোকান থেকে গহনা চুরি করল চোর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ময়নাগুড়ি: প্রতিদিনের মতো এসেছিলেন সোনার দোকানে। এরপর জল আনতে গিয়েছিলেন। আর তখনই তাজ্জব ঘটনা। স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে সোনার এবং রূপোর অলঙ্কার সহ ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করল পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেখানকার এক স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মণ্ডল। প্রতিদিনের মত দোকান খুলতে তাঁর ছেলে জয় দোকানে আসেন। দোকান খুলে অলঙ্কার বোঝাই ব্যাগ দোকানের ড্রয়ারে রেখে দোকান পরিষ্কার করে তিনি জল আনতে যান। ফিরে এসে ড্রয়ার খোলার পর দেখেন ব্যাগ নেই। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে। এই অবস্থায় আশেপাশের দোকানদের ডাক দিয়ে ঘটনাটি জানালে তারা এসে ওই ব্যবসায়ীকে নিয়ে ময়নাগুড়ি থানায় আসেন। চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জয় মণ্ডল জানায়,”আজ দোকানের সামনে প্রচুর ময়লা ছিল। সেগুলো পরিষ্কার করে জল আনতে যাই। এসে দেখি আমার ব্যাগ নেই। থানায় অভিযোগ দায়ের করেছি। অনেক টাকার অলঙ্কার ছিল।” ময়নাগুড়ি স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতির পক্ষে বাপ্পা কর্মকার জানান, “এই ধরনের ঘটনা ভাবাই যায় না। দিনের বেলা সোনার দোকান অলংকারের ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারী।”এদিকে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, “দিনে দুপুরে এই ধরনের চুরি ভাবাই যায় না। আমরা এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলব।”

 

Next Article