Tiger: আলো আঁধারিতে চা বাগানে নড়ছিল কিছু একটা, কাছে যেতেই হাড়হিম সকলের

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2024 | 4:12 PM

Jalpaiguri: বেশ কয়েকদিন থেকেই চা বাগানে চিতার আনাগোনা লক্ষ্য করছিল বাগানের শ্রমিকরা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শ্রমিকদের মধ্যে। এরপরেই ছাগলের টোপ দিয়ে পাতা হয় বাঘ ধরার খাঁচা। তাতে আজ ভোরবেলা খাঁচাবন্দি হয় চিতা বাঘটি।

Tiger: আলো আঁধারিতে চা বাগানে নড়ছিল কিছু একটা, কাছে যেতেই হাড়হিম সকলের
চা বাগানে গণধর্ষণের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: চা বাগানে অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল। শ্রমিকরা দেখেছিল তাকে। তারপরই খবর দেওয়া হয় বনদফতরে। আর তারপরই আমবারি চা বাগানে ছাগলের টোপ দিয়ে ধরা হলো চিতা বাঘটিকে। চা বাগানের ১৩ এর ২৬ নং সেকশনে ধরা পড়ে চিতা বাঘটি।

বেশ কয়েকদিন থেকেই চা বাগানে চিতার আনাগোনা লক্ষ্য করছিল বাগানের শ্রমিকরা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শ্রমিকদের মধ্যে। এরপরেই ছাগলের টোপ দিয়ে পাতা হয় বাঘ ধরার খাঁচা। তাতে আজ ভোরবেলা খাঁচাবন্দি হয় চিতা বাঘটি। শ্রমিকরা সকালবেলা কাজে যোগ দিতে গেলে তাদের নজরে আসে খাঁচা বন্দি চিতা। সঙ্গে-সঙ্গে বিষয়টি তারা বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীকে জানান। খবর পেয়ে ছুটে আসেন তারা। খাঁচা বন্দি চিতা বাঘ টিকে নিয়ে যাওয়া হয় সংরক্ষিত বনাঞ্চলের গভীরে সেখানে ছাড়া হবে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

অপরদিকে, রাত্রিবেলা রাজ্য সড়কে ঘুরে বেড়াতে দেখা গেল চিতাবাঘটিকে। মেটেলি ব্লকের চালসা থেকে মেটেলিগামী রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ নিজের গাড়িতে করে চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন এক বাক্তি। ওই সময় একটি বড় চিতাবাঘ রাস্তা পাড় হয়ে ইনডং চা বাগানে ঢুকে যায়। চিতাবাঘের রাস্তা পাড়ের সেই ভিডিয়ো ক্যামেরাবন্দি করা হয়। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখার ঘাটনা ঘটেছিল। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘের ঘোরাফেরা করার ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত ।

Next Article