ধূপগুড়ি: সামনে লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপির সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। এবারের ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের, ঝাড় মাগুরমাড়ির পাইকার পাড়া এলাকায়। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় ভাঙল বিজেপি কর্মীর বুকের পাঁজর।
জানা গিয়েছে, রবিবার বিজেপি কর্মী এফাজুদ্দিনের বাড়িতে কাজ হচ্ছিল। সেই কারণে শ্রমিক ডাকতে গিয়েছিলেন কিছুটা দূরে। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। মহম্মদ আজাদ, মহম্মদ রাজু নামে দু’জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর মাটিতে ফেলে চলে বেধড়ক মারধর, চলে লাথি,চড়,ঘুষি এতেই গুরুতর আহত হন বিজেপি কর্মী।
খবর পেয়ে এফাজুদ্দিনকে তার পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষার করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক অনুমান বুকের পাঁজর ভেঙে থাকতে পারে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে পরিবারের সদস্যরা জানায়।
আক্রান্ত বিজেপি কর্মী এফাজুদ্দিন বলেন, “আমি বাড়ির কাজের জন্য মিস্ত্রি ডাকতে গেছিলাম। সেই সময় আজাদ আর ওর ভাই মারধর করেছে। বেধড়ক মেরেছে। আমরা যেহেতু বিজেপি করি সেই কারণে মেরেছে।”
আইএনটিটিইউসিএর জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন, “আক্রান্তের পাশে রয়েছি। সে তৃণমূল হোক বা বিজেপি যেই হোক। আমি ওনার সঙ্গে দেখাও করব। আমি পুলিশকে বলব সবটা। তদন্ত হোক। অভিযুক্তরা শাস্তি পাক।”