Abhishek Banerjee: বোরোলি মাছের পাতলা ঝোল দিয়ে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসেই মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2023 | 6:40 PM

Abhishek Banerjee: অভিষেকের মতো একজন জননেতা তাঁদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন এই ভেবেই আপ্লুত রাউত বাড়ির সদস্যা রুমা রাউত। গত কয়েক দিন ধরে গরমে নাজেহাল সাধারণ মানুষ। তাই দুপুরে হাল্কা মেনু যা নিজের মতো করে সাজিয়েছেন তিনি।

Abhishek Banerjee: বোরোলি মাছের পাতলা ঝোল দিয়ে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসেই মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক
গৃহস্থের বাড়িতে মধ্যাহ্নভোজ অভিষেকের (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: সকাল থেকেই চলছিল ব্যস্ততা। শনিবার তাঁদের বাড়িতেই দুপুরের মধ্যাহ্ন ভোজ সারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই ব্যস্ততার শেষ ছিল না ময়নাগুড়ির দোমোহনির রাউত বাড়িতে। এ দিন, ময়নাগুড়ির ভোটপট্টি হসপিটাল মাঠের জনসভা সেরে দুপুরে দোমোহনি চলে আসেন অভিষেক। দোমোহনি হাটের পাশে পুরান বাজারের রাউত বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন তিনি।

অভিষেকের মতো একজন জননেতা তাঁদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন এই ভেবেই আপ্লুত রাউত বাড়ির সদস্যা রুমা রাউত। গত কয়েক দিন ধরে গরমে নাজেহাল সাধারণ মানুষ। তাই দুপুরে হাল্কা মেনু যা নিজের মতো করে সাজিয়েছেন তিনি।

রুমা দেবীর বাড়ির পাশ থেকে বয়ে গিয়েছে তিস্তা নদী। সেই নদী থেকে আনানো হয়েছিল তাজা বোরলি মাছ। মাটির থালার উপর কলাপাতা পেতে খেতে দেওয়া হয়েছিল অভিষেককে। মেনুতে ছিল ভাত,ডাল,বেগুন ভাজা,আলু ভাজা,আলু দিয়ে পাতলা করে আড় মাছের ঝোল,সঙ্গে ছিল কালোজিরে ও কাঁচা লঙ্কা দিয়ে বোরলি মাছের পাতলা ঝোল। এর সঙ্গে ছিল চাটনি,দই,মিষ্টি। এ দিন দুপুরে রাউত পরিবারের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্ন ভোজ সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রুমা রাউত বলেন, “এখন গরম পড়েছে তাই হাল্কা রান্নাই করা হয়েছএ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনাকে মাটির থালা, বাটি, গ্লাসে খেতে দেওয়া হবে।”

বস্তুত, গত ১২ জুলাই দোমোহনির এই রাস্তা দিয়ে ধূপগুড়ি র জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ। ঠিক সেই সময় হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েছিলেন তিনি। কথা বলেছিলেন এলাকার হাট ব্যবসায়ীদের সঙ্গে। তাঁদের মুখ থেকে দীর্ঘক্ষণ সমস্যার কথা শোনেন। এরপর জেলা পরিষদের সভাধিপতিকে দুমাসের মধ্যে হাট সংস্কারের নির্দেশ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে প্রায় আশি লক্ষ টাকা খরচ করে দোমোহনি হাট সংস্কার করে জেলা পরিষদ।

 

Next Article