ময়নাগুড়ি: ময়নাগুড়ি বাসুসুবা এলাকার একটি বাঁশ ঝাড়ে উঠে গিয়েছিল একটি বার্মিজ পাইথন। গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টার চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সদস্যরা। এদিন সকালে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়ের কাছে খবর আসে বাঁশ ঝাড়ে একটি বড় অজগর সাপ উঠে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছায় পিপিএস টিম। কিন্তু সমস্যা ছিল যেখানে সাপটি যেখানে ছিল তার মাত্র ৫ ফুট উপরে ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। এবং বাঁশ ঝাড়ের নীচে ছিল জলাশয়। এই অবস্থায় সাপটিকে উদ্ধার করতে সমস্যায় পড়েন স্বেচ্ছাসেবীরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জলাশয়ে নেট পেতে দিয়ে খুব সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করা হয়।
ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, “সাপটি যেই যায়গায় ছিলো সেখান থেকে উদ্ধার করা খুব কঠিন ছিলো। স্থানীয় মানুষের সাহায্য ছাড়া উদ্ধার করা খুব কঠিন ছিল। সাপ উদ্ধারের পর আমরা যখন গাড়ি করে সাপটিকে নিয়ে রওনা দিই তখন গ্রামবাসীরা ছুটে আসে। গাড়ির সামনে স্থানীয় মানুষজন দাঁড়িয়ে পড়ে। তাঁদের দাবি সাপটিকে দেখাতে হবে। বাধ্য হয়েই পুনরায় ব্যাগ থেকে বের করে সাপটি দেখানো হয়। এরপর আমরা তাঁদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবার পাশাপাশি সচেতনতা প্রচার চালাই।”
সাপটি বার্মিজ পাইথন ছিল বলে জানিয়েছেন তিনি। উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।