জলপাইগুড়ি: চতুর্থ দফা ভোটে শীতলকুচি (Shitalkuchi) কাণ্ডে নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে নিশানা করেছিলেন অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার রাজ্য রাজনীতিতে চর্চিত ঘটনার পরিপ্রেক্ষিতে আরও এক ধাপ এগিয়ে মিঠুনের ঘোষণা, “যদি কেউ দাঙ্গা করে, তবে সে পালিয়ে পার পাবে না। চাঁদে লুকিয়ে থাকলেও সেখান থেকে টেনে আনব।”
সোমবার দুপুরে জলপাইগুড়ির রাহুত বাগান এলাকায় সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহের সমর্থনে সভা করেন ‘মহাগুরু’। সেই সভা থেকে আবারও শীতলকুচি ঘটনা টেনে এনে নাম না করে মমতাকে বিঁধে মিঠুন বলেন, “কীসের জন্য হিংসা করছেন? সিংহাসনকে ধরে রাখার জন্য? এই পাঁচটা মায়ের কোল কে ভরবে?” এর পরই বিজেপির তারকা নেতা যোগ করেন, “আমি কথা দিয়ে যাচ্ছি বিজেপি এলে কোনও দাঙ্গা হবে না।” আর যদি কেউ দাঙ্গা করে তবে সে পালিয়ে পার পাবে না বলে হঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘চাঁদে লুকিয়ে থাকলে সেখান থেকে টেনে আনব।’ সেই সঙ্গে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে চ্যালেঞ্জ করে স্বভাবসিদ্ধ ঢঙে মিঠুনের কটাক্ষ, ‘আমার খেলা এখনও শুরু হয়নি। পরে দেখাব।’
শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতাদের মুখে বারবার শোনা গিয়েছে ডবল ইঞ্জিন সরকার গড়ার আহ্বান। এবার মিঠুনও জনতার উদ্দেশে সেই একই আবেদন করে বলেন, “গত ৪৪ বছর কেন্দ্রের বিরোধিতা করে ঘরের খেয়ে বনের মোষ তাড়ালাম। আমাদের গ্রামে যদি কেউ বিরোধিতা করে তবে আমরা তাকে একঘরে করে রাখি। আর যেই রাজ্য ৪৪ বছর ধরে কেন্দ্রের বিরোধিতা করে গেল সেই রাজ্যের ভাল হবে কী করে?”
একদা সিপিএম ঘনিষ্ঠ মিঠুন বাংলায় ৩৪ বছরের বাম সরকারের শাসনের বিরোধিতা করে বলেন, তারা সারাক্ষণ কেন্দ্রের বিরোধিতা করত। আর তার পর ১০ বছর তৃণমূল সরকার বামেদের দেখানো পথেই চলছে বলে মন্তব্য করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তাঁর কথায়, “৪৪ বছর ধরে আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ালাম!”