সকালে মুখে তুলসিপাতা দিয়ে ভোট দিতে যান: শুভেন্দু অধিকারী

সৈকত দাস |

Apr 11, 2021 | 10:19 PM

"মাননীয়া আপনাকে আবার বলছি, আপনি বেগম খালেদা জিয়া।'' ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

সকালে মুখে তুলসিপাতা দিয়ে ভোট দিতে যান: শুভেন্দু অধিকারী
ফাইল চিত্র

Follow Us

জলপাইগুড়ি: একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) বাংলায় তৃণমূল (TMC) ক্ষমতায় এলে কাউকে ধুতি পরতে দেওয়া হবে না। গলায় তুলসির মালা আর মাথায় তিলকও থাকবে না। এর আগে একাধিক সভা থেকে এমনই সব মন্তব্য করতে শোনা গিয়েছে অধুনা বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে। এবার কর্মী ও সমর্থকদের বাংলার সনাতনী সংস্কৃতি রক্ষার ‘দাওয়াই’ দিলেন তিনি। রবিবার জলপাইগুড়িতে এক নির্বাচনী সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দুর নিদান, “সকাল সকাল মুখে তুলসিপাতা মুখে দিয়ে ভোট দিতে যান।”

কিন্তু হঠাৎ তুলসি পাতা কেন? শুভেন্দুর বলছেন তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সনাতনী সংস্কৃতিকেও রক্ষা করতেই হবে। তাই “সকাল সকাল মুখে তুলসিপাতা মুখে দিয়ে ভোট দিতে যান। আর পোলিং এজেন্টদের কপালে গেরুয়া টিপ ও গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে ভোট কেন্দ্রে পাঠান। দেখবেন সব উড়ে গেছে।”

এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)কে কটাক্ষ করে ‘বেগম খালেদা জিয়া’ বলে সম্বোধন করেন শুভেন্দু। এর আগে তাঁর ‘মমতা বেগম’ মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল তৃণমূল শিবির। নির্বাচন কমিশনেরও নোটিস পেয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রের মমতার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে এদিনও তাঁকে বলতে শোনা যায়,”মাননীয়া আপনাকে আবার বলছি, আপনি বেগম খালেদা জিয়া।”

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা মুকুব করতে পারেন শেখ হাসিনা

এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি আলিপুরদুয়ারের বিদায়ী বিধায়ক তথা একুশের ভোটে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীকে নিশানা করেন। অভিযোগ করেন, প্রাথমিক স্কুলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: দুবরাজপুরের পর নানুর! ফের ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী

যদিও শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও সৌরভের প্রতিক্রিয়া মেলেনি।

Next Article