Mother: মায়ের বুকে একের পর এক লাথি, ‘নেশাখোর’ ছেলের মারে প্রাণ গেল জন্মদাত্রীর

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jul 03, 2023 | 8:00 AM

Jalpaiguri: মায়ের চিৎকার শুনে প্রসেনজিতের বাবা বন্ধন ওরাওঁ ছুটে আসেন। অভিযোগ, মাকে বাঁচাতে আসায় ছেলের রোষের মুখে পড়তে হয় বাবাকেও। ছেলে বাবার গলা টিপে ধরেন বলেও অভিযোগ।

Mother: মায়ের বুকে একের পর এক লাথি, নেশাখোর ছেলের মারে প্রাণ গেল জন্মদাত্রীর
মহিলার দেহ উদ্ধার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: যে মায়ের গর্ভে ১০ মাস ১০ দিন নিরাপদে থাকা, সেই মাকেই খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ধূপগুড়ি (Dhupguri) থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত প্রসেনজিৎ ওরাওঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধূপগুড়ির সাকোয়াঝোরা-১ গ্রামপঞ্চায়েত। সেখানেই ভাদো ওরাওঁ (৬২) ছেলে প্রসেনজিৎকে নিয়ে থাকতেন। এদিন সকালেও মায়ের সঙ্গে একপ্রস্থ ঝামেলা হয় ছেলের। অভিযোগ, সে সময় মাকে সজোরে মাথায় আঘাত করেন প্রসেনজিৎ। ভাদোর মাথা ফেটে যায়। রক্তে ভাসতে থাকতে শরীর। কোনও মতে মাথা চেপে ধরে স্থানীয় ডাক্তারের কাছে ছোটেন। ব্যান্ডেজ করে দেন ডাক্তার।

সারাদিন ছেলের সঙ্গে মায়ের তেমন কথাবার্তা হয়নি। মাথায় ব্যথা নিয়েই সংসারের সমস্ত কাজ করছিলেন ভাদো। সন্ধ্যায় ছেলেকে খেতে ডাকেন তিনি। অভিযোগ, মায়ের ডাক শুনেই আবারও ক্ষেপে ওঠেন প্রসেনজিৎ। এবার আর মাথা নয়, সরাসরি মায়ের বুক লক্ষ্য হয় ‘গুণধর’ ছেলের। মায়ের বুকে লাগাতার তিনি লাথি মারতে থাকেন বলে অভিযোগ।

মায়ের চিৎকার শুনে প্রসেনজিতের বাবা বন্ধন ওরাওঁ ছুটে আসেন। অভিযোগ, স্ত্রীকে বাঁচাতে আসায় ছেলের রোষের মুখে পড়তে হয় বাবাকেও। ছেলে বাবার গলা টিপে ধরেন বলেও অভিযোগ। এলাকার লোকজনের দাবি, ছেলের মারেই মায়ের মৃত্যু হয়। এরপরই হইচই পড়ে যায় এলাকায়। ছুটে আসেন প্রতিবেশীরা।

তাঁরাই হাতেনাতে ধরে ফেলেন প্রসেনজিৎকে। খবর দেন ধূপগুড়ি থানায়। পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। প্রসেনজিৎকে থানায় নিয়ে যায় তারা। বন্ধন ওরাওঁয়ের দাবি, ছেলে নিয়মিত নেশা করেন। প্রায়শই নেশা করে এসে ঘরে তাণ্ডব চালান। মায়ের গায়ে হাতও তোলেন। কিন্তু এদিন ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article