ধূপগুড়ি: ভয়াবহ পথদুর্ঘটনা ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই গাড়ি চালক-সহ ৮ জন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ঠাকুরপাঠ সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী সড়কে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে গয়েরকাটা দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ঠিক উল্টোদিক থেকে আরেকটি পিকআপ ভ্যান আসছিল। কাঠালগুড়ি চা বাগান থেকে হাট সেরে ব্যবসায়ীদের নিয়ে ফিরছিল সেটি। ঠাকুরপাটের কাছে এসে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বলে অভিযোগ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। ৮ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দু’টি গাড়িই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধূপগুড়ি হাসপাতালেই বাকি ৬ জনের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী শ্যামল রায় বলেন, “আমি স্ট্যান্ডেই ছিলাম। সবে বাড়ি ঢুকি। তখনই খবর পাই একটা দুর্ঘটনা ঘটেছে। দু’পক্ষের লোকজনই আঘাত পেয়েছে। এলাকার লোকজনই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৮ জন আহত হয়েছেন।” আহত দিলীপ নন্দী জানান, গাড়ি ওভারটেক করার কারণেই এই ঘটনা ঘটে। পিক আপ ভ্যানে ছিলেন তিনি। দুর্ঘটনার সময় জোরাল শব্দ হয়। তারপরই একেবারে দুমড়ে মুচড়ে যায় দু’টি গাড়ির সামনের অংশ।